মুম্বই: বোলিং অ্যাকশন অবিকল দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনের মতো। সেই কারণে ‘জুনিয়র স্টেইন’ হিসেবে পরিচিত হয়ে গিয়েছিলেন। কিন্তু এবারের আইপিএল-এ কোনও দলেই সুযোগ না পেয়ে অবসাদে সেই ক্রিকেটারই আত্মহত্যা করলেন বলে অভিযোগ। সোমবার রাতে কর্ণ তিওয়ারি নামে এই ক্রিকেটারের মৃতদেহ উদ্ধার হয়েছে মালাড অঞ্চলে তাঁর বাড়ি থেকে। তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, আইপিএল-এ সুযোগ না পেয়ে তিনি ভেঙে পড়েছিলেন।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে দীর্ঘক্ষণ ঘরের দরজা না খোলায় এই ক্রিকেটারের বাড়ির লোকজনের সন্দেহ হয়। রাত সাড়ে দশটা নাগাদ তাঁরা ডেকে কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখতে পান, সিলিং ফ্যান থেকে ঝুলছে নিথর দেহ। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন কুরার থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, চাকরি না পেয়ে শুধু ক্লাব ক্রিকেট খেলে সন্তুষ্ট ছিলেন না কর্ণ। তিনি ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় ছিলেন। উদয়পুরে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকে ফোন করে কর্ণ জানিয়েছিলেন, তিনি আত্মহত্যা করতে চলেছেন। আইপিএল-এ সুযোগ না পেয়ে তিনি বিমর্ষ ছিলেন। কর্ণ এ কথা বলার পরেই তাঁর দিদিকে খবর দেন ওই বন্ধু। কর্ণর দিদি তাঁর মাকে ফোন করে খবর দেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই কর্ণর মৃত্যু হয়।
এ বিষয়ে কর্ণর এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, ‘বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, যে কোনও বয়সভিত্তিক রাজ্য দলের হয়ে খেললে তবেই আইপিএল-এ সুযোগ পাওয়া যায়। কর্ণ আশা করছিল রাজ্য দলে সুযোগ পাবে। সে বিষয়ে কথাও এগিয়েছিল। মুম্বই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ড ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল-এর দলগুলির বিরুদ্ধে বোলিংয়ের অভিজ্ঞতাও ছিল ওর। ও প্রতিশ্রুতিমান ক্রিকেটার ছিল। ওর শেষ হোয়াটসঅ্যাপ স্টেটাসে বোলিং ও ব্যাটিংয়ের ভিডিও ছিল। ওর এই ধরনের পদক্ষেপ দুর্ভাগ্যজনক।’
আইপিএল-এ সুযোগ না পেয়ে ‘আত্মহত্যা’ মুম্বইয়ের ‘জুনিয়র স্টেইন’ কর্ণ তিওয়ারির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Aug 2020 09:34 PM (IST)
সোমবার রাতে কর্ণ তিওয়ারি নামে এই ক্রিকেটারের মৃতদেহ উদ্ধার হয়েছে মালাড অঞ্চলে তাঁর বাড়ি থেকে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -