নয়াদিল্লি: অলিম্পিক্স (Paris Olympics 2024) শুরুর আগে বড় ধাক্কা ভারতের। প্যারিসে আয়োজিত মেগা ইভেন্ট থেকে ছিটকে গেলেন পদক জয়ের অন্যতম বড় দাবিদার মুরলি শ্রীশঙ্কর Murali Sreeshankar)। ভারতীয় তারকা অ্যাথলিট নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল নিজেই অলিম্পিক্সে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানান। কী হয়েছে তাঁর?


২৫ূ বছর বয়সি ভারতীয় লং জাম্পার মুরলি জানান অনুশীলনের সময় তিনি হাঁটুতে চোট পেয়েছেন। মঙ্গলবারই চোট লাগে তাঁর। এই চোটের জেরেই মুরলির আর এ বারের অলিম্পিক্সে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। তাঁকে হাঁটুতে অস্ত্রোপ্রচার করাতে হবে। মুরলি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'মঙ্গলবার অনুশীলন করার সময় আমি হাঁটুতে চোট পাই। প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করে, বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পর আমার হাঁটুতে অস্ত্রোপ্রচার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে একটা জিনিস যেটার জন্য সাম্প্রতিক সময়ে আমি এত খাটাখাটনি করেছি, সেটায় আর অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না।'


তিনি নিজের বিবৃতিতে আরও যোগ করেন, 'প্রতিদিন সকালে সুস্থ অবস্থায় উঠে নিজের সেরাটা দেওয়া, শারীরিকভাবে সেরা জায়গায় থাকাটা তো প্রত্যেক অ্যাথলিটেরই স্বপ্ন। এই ঘটনার আগে পর্যন্ত আমিও তেমনভাবেই দিন কাটাচ্ছিলাম।' শ্রীশঙ্কর ব্যাংককে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮.৩৭ মিটার লাফ দিয়ে প্যারিস অলিম্পিক্সে নামার যোগ্যতা অর্জন করেছিলেন। এর সুবাদে ওই প্রতিযোগিতায় রুপোও জেতেন শ্রীশঙ্কর।


 






টোকিও অলিম্পিক্সে শ্রীশঙ্কর ৭.৬৯ মিটার লাফ দিয়ে ১৩ নম্বরে শেষ করেছিলেন। ফাইনালে নামার যোগ্যতাঅর্জন করতে ব্যর্থ হন তিনি। তবে সাম্প্রতিক সময়ে ২৫ বছর বয়সি অ্যাথলিট দারুণ ছন্দে ছিলেন। তাঁর বিভাগ থেকে অজুন পুরস্কারজয়ী শ্রীশঙ্করই (অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো জেসউইন অলড্রিন এখনও অলিম্পক্সের যোগ্যতা অর্জন করে উঠতে পারেননি) এখনও পর্যন্ত অলিম্পিক্সের ছাড়পত্র জোগাড় করতে সক্ষম হয়েছিলেন। শ্রীশঙ্কর বার্মিংহামে ২০২২ সালের কমনওয়েলথ গেমস এবং হাংঝৌতে এশিয়ান গেমসেও রুপো জেতেন। তাঁর না থাকাটা যে ভারতের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা, তা বলাই বাহুল্য। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: দুই বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলকে ছিটকে দিয়ে অলিম্পিক্সে জায়গা পাকা করল আর্জেন্তিনা