মুম্বই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে সুযোগ পেয়েছিলেন। ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ড উড়ে গিয়েছিলেন। ড্রেসিংরুম ভাগ করেছিলেন রোহিত (Rohit Sharma), বিরাট (Virat Kohli), রাহানের (Ajinkya Rahane) মত অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে। তবে এবার সরাসরি টেস্ট দলেই সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল। আর ছেলের সাফল্যের দিনে কেঁদেই ফেলেছিলেন জয়সওয়ালের বাবা। এক সাক্ষাৎকারে মুম্বইয়ের বাঁহাতি ওপেনার জানিয়েছেন, ''আমার বাবা যখন জানতে পারেন যে আমি টেস্টের জাতীয় দলে সুযোগ পেয়েছি, তখন তিনি কাঁদতে শুরু করে দিয়েছিলেন। আমি নিজেও উত্তেজিত ভীষণভাবে। কিন্তু একই সঙ্গে আমি সেখানে গিয়ে যদি সুযোগ পাই, তবে পারফর্ম করে প্রমাণ করতে চাই নিজেকে। যতক্ষণ না নাম আসছে, ততক্ষণ পর্যন্ত একটা মিশ্র অনুভূতি হচ্ছিল। শেষ পর্যন্ত সুযোগ পেয়ে খুব ভাল লাগছে। স্বপ্ন পূরণের মুহূর্ত বলা যেতে পারে।''


প্রস্তুতি কেমন চলছে? জয়সওয়াল বলছেন, ''আমার প্রস্তুতি খুবই ভাল চলছে। এই সময়ের মধ্যে অনেক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি। তাঁদের থেকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শও পেয়েছি। নিজের লক্ষ্যে স্থির থাকতে চাই।'' 


খুব তাড়াতাড়ি বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে গিয়ে নিজের ফিটনেস চর্চা শুরু করবেন যশস্বী। আসন্ন ক্যারিবিয়ান সফরে টেস্ট দলে চেতেশ্বর পূজারাকে বাদ দেওয়া হয়েছে। খুব সম্ভবত পূজারার পরিবর্তেই তিন নম্বর পজিশনে একাদশে সুযোগ চলে আসতে পারে যশস্বীর। 


ক্ষুব্ধ গাওস্কর


 ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেও এইভাবে বারবার জাতীয় দল থেকে কেন তাঁকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, তার কোনও উত্তর নেই কারও কাছে। এবার সরফরাজের পাশে দাঁড়ালেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। এমনকী নির্বাচকদের একহাত নিয়ে বিসিসিআইকে (BCCI) এক পরামর্শও দিলেন তিনি। ক্ষুব্ধ হয়ে কিংবদন্তি এই প্রাক্তন ভারতীয় ওপেনার বিসিসিআইকে রঞ্জি ট্রফি উঠিয়ে দেওয়ার কথা বলেছেন। গাওস্কর মনে করেন যে শুধুমাত্র আইপিএলে পারফরম্যান্সের ওপর নির্ভর করেই জাতীয় দলে প্লেয়ারদের নেওয়া হচ্ছে, আর সেক্ষেত্রে ঘরোয়া ক্রিকেট উঠিয়ে দেওয়া হোক।


এক সাক্ষাৎকারে গাওস্কর বলেন, ''সরফরাজ রঞ্জি ট্রফিতে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। শেষ তিন মরসুমে ১০০-র ওপর গড়ে রান করেছে ও। আর কী দরকার সরফরাজকে নিজেকে প্রমাণের জন্য। একাদশে নাই জায়গা হতে পারে। অন্তত টেস্ট দলে তো সুযোগ পেতে পারত ও। যদি সরফরাজের মত প্লেয়ারকে সুযোগ না দেওয়া হয়, তবে রঞ্জি ট্রফির মত টুর্নামেন্টে চালু রাখার কোনও মানেই হয় না। রঞ্জি বা অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টের তুলনায় আইপিএলকেই প্রাধান্য দেওয়া হচ্ছে বেশি করে।''