তোমার জন্যই ফুটবল দেখতাম আমি। দুনিয়াজুড়ে মারাদোনার প্রয়াণে শোকের ঢল নেমেছে ফুটবল সহ খেলার দুনিয়ায়। প্রসঙ্গত, খেলা ছাড়ার পর দুবার কলকাতা এসেছিলেন ফুটবলের রাজপুত্র। তাঁকে ঘিরে অভাবনীয় উচ্ছ্বাস, অভূতপূর্ব আবেগে ভেসে গিয়েছিল কল্লোলিনী কলকাতা। আমার হিরো আর নেই! মারাদোনার প্রয়াণে ট্যুইট সৌরভের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Nov 2020 10:31 PM (IST)
দুনিয়াজুড়ে মারাদোনার প্রয়াণে শোকের ঢল নেমেছে ফুটবল সহ খেলার দুনিয়ায়।
প্রসঙ্গত, খেলা ছাড়ার পর দুবার কলকাতা এসেছিলেন ফুটবলের রাজপুত্র।
কলকাতা: দিয়েগো মারাদোনার প্রয়াণে শোকস্তব্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই প্রেসিডেন্ট ফুটবলের ভক্ত, মারাদোনার প্রবল অনুরাগী বলে পরিচিত। ফুটবলের রাজপুত্রের মাত্র ৬০ বছরের জীবনাবসান তাঁর অসংখ্য ভক্তের মতো মহারাজকেও শোকাহত করেছে। তিনি ট্যুইট করেছেন, আমার হিরো আর নেই। আমার পাগল জিনিয়াস, প্রতিভাধর শান্তিতে ঘুমোও।