নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশজুড়ে বিতর্কের মধ্যেই এবার এ বিষয়ে মুখ খুললেন ক্রিকেটের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। তিনি ফেসবুকে লিখেছেন, ‘তরুণ ভারত আমাদের সঙ্গে কথা বলছে। তরুণ ভারত কী হতে চায়, সেটা আমাদের বলছে। আমরা যেটা হতে বলছি, সেটা হতে চায় না তরুণ ভারত।’

দীর্ঘ ফেসবুক পোস্টে দেশের প্রতি তাঁর ভাবনা নিয়ে আরও অনেক কথাই লিখেছেন হর্ষ। তাঁর এই পোস্টের পাল্টা ট্যুইট করে অস্ট্রেলিয়ার ক্রীড়া সাংবাদিক ডেনিস ফ্রিম্যান বলেন, ‘এর জন্য আমি হর্ষর প্রশংসা করতে পারি। ওর ভারত ভেঙে গিয়েছে। বিশ্বের অন্য কোনও দেশের নেতা বা শাসক দলের সঙ্গে ক্রমাগত নাৎসিদের তুলনা করা হচ্ছে না। এ বিষয়ে আমাদের সবারই হর্ষ হওয়া দরকার। শুধু গৌতম গম্ভীরই আলাদা। ও বিভেদের দলের নেতা হওয়ার পথ বেছে নিয়েছে।’



ডেনিসের এই ট্যুইটের জবাবে হর্ষ বলেন, ‘না ডেনিস, আমার ভারত ভেঙে যায়নি। তরুণরা আশ্চর্য কাজ করছে। আমাদের দেশে পূর্ণমাত্রায় সক্রিয়, পরিণত গণতন্ত্র রয়েছে। আমরা কখনও কখনও বিরোধিতা করতে পারি, হতাশা প্রকাশ করতে পারি, কিন্তু আমরা ভীষণভাবে ভারতীয়। তুমি তুলনা করতে গিয়ে যে শব্দ ব্যবহার করেছো, সেটা কখনও কোরো না।’