কিংস্টন: টেস্ট খেলেছেন মাত্র ৬টি। তার মধ্যে শতরানের সংখ্যা তিনটি। তার চেয়েও বড় কথা, তিনটি শতরানই বিদেশের মাটিতে। ভারতের একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টেস্ট ইনিংসেই শতরান করেছেন লোকেশ রাহুল। তাঁর এই ইনিংসের সুবাদেই জামাইকা টেস্টে ভাল জায়গায় পৌঁছে গিয়েছে ভারত। শতরানের পর রাহুল বলেছেন, তিনি দ্বিতীয় দিন ইতিবাচক মানসিকতা নিয়েই ব্যাট করতে নেমেছিলেন। তাঁর লক্ষ্য ছিল আক্রমণাত্মক ব্যাটিং করা। সেই পরিকল্পনা সফল হয়েছে।

 

গত কয়েক মাস ধরেই অসাধারণ ফর্মে আছেন কর্ণাটকের ২৪ বছর বয়সি ডানহাতি ওপেনার রাহুল। টেস্টের পাশাপাশি একদিনের ম্যাচেও রান করেছেন। জিম্বাবোয়ে সফরে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ম্যাচেই শতরান করেছেন। তা সত্ত্বেও এখনও টেস্টে নিজের জায়গা পাকা করতে পারেননি রাহুল। দ্বিতীয় টেস্টে তাঁর প্রথম একাদশে থাকার কথা ছিল না। মুরলী বিজয় আঙুলে চোট পেয়ে খেলতে না পারাতেই দলে এসেছেন রাহুল। সুযোগ পেয়েই তিনি যে ইনিংস খেললেন, তারপর হয়তো আর বাইরে বসে থাকতে হবে না।

 

এই ইনিংস নিয়ে রাহুল বলেছেন, আমার ব্যাট করতে কোনও অসুবিধা হয়নি। প্রথম বল থেকেই ঠিকঠাক ব্যাটিং করেছি। নেটে অনেক অনুশীলন করেছি। তবে ম্যাচে ব্যাটিং করা সম্পূর্ণ অন্য চ্যালেঞ্জ। ম্যাচে অনেক বেশি চাপ থাকে। আমি সহজভাবেই ব্যাটিং করেছি। নিজের খেলায় আমি খুশি। উইকেট সহজ নয়। আমি বল বুঝে খেলেছি। বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনরা সাহায্য করেছে। এর ফলে আমি আত্মবিশ্বাস পেয়েছি।