কিংস্টন: অ্যান্টিগায় প্রথম টেস্টে দু ইনিংস মিলিয়ে লেগ স্পিনার অমিত মিশ্র পেয়েছেন ৩ উইকেট। একইসঙ্গে ব্যাট হাতে করেছেন ৫৩ রান। কোনওভাবেই খারাপ পারফরম্যান্স বলা যাবে না। তবে বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনের অসামান্য পারফরম্যান্সের জেরে অমিত আড়ালেই থেকে গিয়েছেন। যদিও তাতে তিনি অখুশি নন। এই লেগ স্পিনারের বক্তব্য, বিপক্ষের ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করার দায়িত্ব ছিল তাঁর উপর। সেই দায়িত্ব তিনি ভালভাবেই পালন করতে পেরেছেন। এতে তিনি খুশি।
অ্যান্টিগা টেস্টে প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে বাঁ হাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সঙ্গে লড়াইয়ে ছিলেন অমিত। শেষপর্যন্ত তিনিই সুযোগ পান। টিম ম্যানেজমেন্টের আস্থার যোগ্য মর্যাদা দিয়েছেন অমিত। হাফ সেঞ্চুরি করার পরে ক্যারিবিয়ান টেল এন্ডারদের আউট করেছেন এই স্পিনার। তাঁর মতে, টেল এন্ডারদের আউট করা অনেক সময়ই কঠিন হয়ে যায়। এ বিষয়ে ড্রেসিংরুমে আলোচনা হয়েছিল। তাঁরা ঠিক করেছিলেন, আক্রমণাত্মক বোলিং করে দ্রুত টেল এন্ডারদের ফিরিয়ে দেবেন। সেই পরিকল্পনা সফল।
অমিত নিজের পারফরম্যান্স নিয়ে বলেছেন, ‘আমরা সবাই ভাল বল করার চেষ্টা করি। আমিও সেটাই করেছি। উইকেট পাওয়ার বিষয়টি আমার হাতে নেই। বোলিংয়েও পার্টনারশিপ গড়ে ওঠে। তখন দু দিক থেকেই চাপ তৈরি করতে হয়। তাই আমি একদিক থেকে চাপ তৈরি করছিলাম আর অন্যরা উইকেট নিচ্ছিল। প্রথম ইনিংসে ফাস্ট বোলাররা উইকেট পেয়েছে। দ্বিতীয় ইনিংসে আবার অশ্বিন উইকেট পেয়েছে। আশা করা যায় পরের ম্যাচে আমিও বেশি উইকেট পাব।’
বোলিংয়ের মতো ব্যাটিংয়েও অশ্বিনের সঙ্গে অমিতের পার্টনারশিপ সফল। তাঁদের জুটিতে ৫১ রান ওঠে। এর ফলে ভারতীয় দলের রান ৫৫০ পেরিয়ে যায় এবং ক্যারিবিয়ানদের উপর চাপ বাড়ে। অমিতের মতে, দলগত পারফরম্যান্সেই এই জয় এসেছে। প্রথম টেস্ট জিতে দলের মনোবল তুঙ্গে। তাঁরা সিরিজের বাকি তিনটি টেস্টেও ভাল পারফরম্যান্স করতে চান।
চাপ তৈরি করাই আমার দায়িত্ব ছিল, সেটা করতে পেরেছি: অমিত মিশ্র
Web Desk, ABP Ananda
Updated at:
28 Jul 2016 11:49 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -