মুম্বই: ইস্যু সেই কাশ্মীর। এবার পাকিস্তানের নিশানায় বলিউড! শোনা যাচ্ছে, কাশ্মীরের সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ তুলে ভারতীয় সিনেমা নিষিদ্ধ করার রাস্তায় হাঁটছে পাকিস্তান। কাশ্মীর সমস্যার সমাধান হোক, নয়তো দেখানো যাবে না বলিউডি ছবি, এমনই পদক্ষেপ করতে চলেছে নওয়াজ শরিফের দেশ।
একটি ফিল্মি ওয়েবসাইট জানাচ্ছে যে, লাহোর হাইকোর্টে পিটিশন দিয়ে ইশতিয়াক চৌধুরি নামে জনৈক আইনজীবী কাশ্মীর ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত সব ভারতীয় ছবি প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছেন।
এমন খবরে প্রত্যাশিত ভাবেই হতবাক বলিউড। তবে আনুষ্ঠানিকভাবে কেউ কোনও প্রতিক্রিয়া দেননি। পাকিস্তানে ভারতীয় ছবি দেখানোর সঙ্গে কাশ্মীরের কী সম্পর্ক, এটাই বুঝে উঠতে পারছেন না কেউ। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ পরিচালক বলেছেন, বলিউডের ছবি দেখানো নিষিদ্ধ করলে পাকিস্তানের সিনেমা হলগুলি তবে দেখাবে কী? কার্যত ওদের সিনেমা বলতে কিছু নেই। তারপর বলিউডে কাজ করতে আসা পাকিস্তানি কলাকুশলীদের কী হবে? ওদের বলিউডে কাজ করার ওপরও নিষেধাজ্ঞা জারি হবে?
পাকিস্তানের এর এক নামী পরিচালকও নাম না প্রকাশের শর্তে সে দেশে ভারতীয় ছবির ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞাকে চরম হঠকারী ভাবনা বলে নিন্দা করেছেন। বলেছেন, এমন উদ্যোগ নেওয়া হলে তা শুধু জাল বলিউড ছবির ব্যবসার রাস্তাই প্রশস্ত করবে। আমার আবেদন, কোনও সরকারই যেন শিল্প, সংস্কৃতির জগতে রাজনীতি ঢুকতে না দেয়।
কাশ্মীর-কাঁটা! বলিউডি ছবি নিষিদ্ধ করছে পাকিস্তান?
Web Desk, ABP Ananda
Updated at:
28 Jul 2016 09:35 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -