ঢাকা: সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। পুরো ম্যাচে রাশ নিজেদের হাতে রাশ রাখার পর শেষ তিন বলের ভুলে মাত্র ১ রানে হেরে যেতে হয়েছিল বাংলাদেশকে। এই হারের দুঃখ এখনও তাড়া করে বেড়ায় বাংলাদেশি ব্যাটসম্যান মাহমুদুল্লাহকে। তিনি মনে করেন, তাঁর ‘নির্বোধের’ মতো ভুলের কারণেই ওই রুদ্ধশ্বাস ম্যাচে হারতে হয়েছিল দলকে।
ভারতের ১৪৭ রান তাড়া করতে নেমে দারুন খেলছিল বাংলাদেশ। শেষ ওভারে যখন ২ বলে দুই রান বাকি তখন ছক্কা মারতে গিয়ে আউট হন মাহমুদুল্লাহ। অথচ তাঁর ওপরই ভরসা ছিল যে, তিনি দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেবেন।
একটি সংবাদমাধ্যমকে সাক্ষাতকারে মাহমুদুল্লাহ বলেছেন, ‘তারপরও আশা ছিল..কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। এটা প্রকৃতপক্ষে আমারই গলতি। একেবারে বোকার মতো ভুল করে বসলাম। সেজন্য হারের দায় আমারই’।
এই হারের জন্য ক্ষমাও চেয়েছেন মাহমুদুল্লাহ। তিনি বলেছেন, ওই ম্যাচের পর আনুষ্ঠানিকভাবে তিনি কিছু বলেননি। তবে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মাথা ঠাণ্ডা রেখে সামলানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।
ওই ম্যাচের হার এখনও তাড়া করে তাঁকে। তিনি বলেছেন, ‘কীভাবে ভুলে যাব। যখন মুশফিক ও আমি ব্যাট করছিলাম, তখন কখনও মনেই হয়নি যে আমরা হেরে যাব। আসলে দুটো বাউন্ডারি মারার পর মুসফিকের আউটতা একেবারেই কল্পনার বাইরে ছিল। পরের বলে আমার আউটটাও ছিল একইভাবে ভাবনা-চিন্তার বাইরে’।
মাহমুদুল্লাহ আরও বলেছেন, ‘ওই বলটা ছক্কা মারারই ছিল। কিন্তু আমি মিস করে গেলাম। কিন্তু ততক্ষণে তো যা হওয়ার তা হয়ে গিয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে সাবধান হয়ে খেলব’।