দেখুন, ‘ধোনি চ্যালেঞ্জ’ জিতলেন অস্ট্রেলিয়ার মহিলা উইকেটকিপার
Web Desk, ABP Ananda | 18 Dec 2016 03:26 PM (IST)
সিডনি: কয়েকদিন আগেই বিসিসিআই সব দেশের ক্রিকেটারদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। ভারতের একদিনের ও টি-২০ দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি যেভাবে উইকেটের দিকে না তাকিয়েই রান আউট করেছিলেন, সেভাবেই রান আউট করার চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ জিতে নিলেন অস্ট্রেলিয়ার মহিলা উইকেটকিপার অ্যালিসা হিলি। মহিলাদের বিগ ব্যাশ টি-২০ লিগে এই কৃতিত্ব দেখিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার ইয়ান হিলির ভাইঝি অ্যালিসা। বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের বিরুদ্ধে ব্রিসবেন হিটের ম্যাচে এই ঘটনা দেখা গিয়েছে। প্রথমে ব্যাট করে ১৭২ রান করে সিডনি। ওপেন করতে নেমে অ্যালিসা ৩৭ বলে ৪৪ রান করেন। রান তাড়া করতে নেমে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ব্রিসবেন। তাদের জয়ের কোনও সম্ভাবনাই ছিল না। এরই মধ্যে অসাধারণ পারফরম্যান্স দেখালেন অ্যালিসা। তিনি উইকেটের দিকে না তাকিয়েই রান আউট করলেন। ধোনি যেভাবে করেছিলেন, তার চেয়েও সহজে। দেখুন, সেই রান আউটের ভিডিও