মেলবোর্ন: একেই বলে ওস্তাদের মার শেষ রাতে। রূদ্ধশ্বাস! অনবদ্য! অবিশ্বাস্য! এক নাগারে একগাদা বিশেষণ জুড়ে দিলেও এই ম্যাচকে বর্ণনা করা হয়ত সম্ভব হবে না। টেনিস বিশ্বের কেন এত জনপ্রিয় একটি খেলা, তা রড লেভার এরিনা আজ আরও একবার দেখিয়ে দিল। যেখানে ৫ ঘণ্টা ২৫ মিনিটের লড়াই শেষে কেরিয়ারের ২১ তম গ্র্যান্ডস্লাম জিতলেন রাফায়েল নাদাল। পুরুষদের টেনিস এই মুহূর্তে তিনিই সর্বাধিক গ্র্য়ান্ডস্লামের মালিক। একইসঙ্গে কেরিয়ারের দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেনও জিতলেন স্প্যানিশ টেনিস তারকা। ফাইনালে রাশিয়ার ড্যানিল মেদভেদেভকে হারিয়ে দিলেন রাফা। টপকে গেলেন নোভাক জকোভিচ ও রজার ফেডেরারে গ্র্যান্ডস্লাম জয়ের সংখ্যা। প্রথম ২ সেট হেরে পরের তিন সেটে পরপর জিতে ম্যাচ পকেটে পুরে নেন স্প্যানিশ টেনিসের সুপারস্টার। খেলার ফল নাদালের পক্ষে ২-৬, ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-৪, ৭-৫। ২০০৯ সালের পর ফের ২০২২ অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন তিনি।
খাতায় কলমে এগিয়ে থেকেই এদিন কোর্টে নেমেছিলেন রাফা। কিন্তু রাশিয়ার ড্যানিয়েল মেদভেদেভকে সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে এগিয়ে রাখছিলেন অনেকেই। শুরুটাও তেমনই হল। পরপর ২ সেটে জিতে অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখছিলেন মেদভেদেভ। কিন্তু অন্য রকম ভেবেছিলেন বোধহয় রাফা। গ্যালারি তখন কিছুটা ঝিমিয়ে পড়েছিল। কিন্তু ঝিমিয়ে যাননি রাফা নিজে। তাই তৃতীয় সেট থেকেই পাশা ওলটাতে শুরু করেন স্প্যানিশ টেনিস স্টার। টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই রাফার ব্যাটে ঝড় উঠল রড লেভার এরিনায়। কঠিন লড়াই দিলেও যেই ঝড় থামাতে পারেননি ড্যানিল মেদেভেদেভ। পরের তিন সেটে টানা হেরে ম্যাচও খোয়াতে হল তাঁকে। কেরিয়ারের ২৯ নম্বর গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠে ২১ নম্বর খেতাব জিতে নিলেন নাদাল।
গত বছর উইম্বলডন ও ইউএস ওপেনে চোটের জন্য নামতে পারেননি নাদাল। এবারো তাঁর খেলা নিয়ে প্রথমে অনিশ্চিয়তা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি কোর্টে শুধু নামলেনই না। নামলেন, খেললেন, জয় করলেন একেবারে রাজার মতোই।