চেন্নাই: চেন্নাইয়ে সিরিজের শেষ টেস্টেও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দাপট অব্যাহত। প্রথম ইনিংসে ৪৭৭ রান করেও ভারতকে চাপে ফেলতে ব্যর্থ ইংল্যান্ড। লোকেশ রাহুলের ১৯৯ এবং করুণ নায়ারের প্রথম টেস্ট শতরানের সুবাদে প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান টপকে গেল ভারত। এই মুহূর্তে ভারত ৩৯ রানে এগিয়ে।
এদিন মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ছিল ৫ উইকেটে ৪৬৩। ইংল্যান্ডের থেকে মাত্র ১৪ রানে পিছিয়ে ছিল ভারত। দ্বিতীয় সেশনে সহজেই ইংল্যান্ডের রান টপকে গিয়েছে ভারত। এই মুহূর্তে ভারতের রান ৫ উইকেটে ৫১৫। নায়ার ১৫২ এবং রবিচন্দ্রন অশ্বিন ৩১ রানে অপরাজিত।
গতকাল তৃতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৪ উইকেটে ৩৯১। আজ সকালে মুরলী বিজয় (২৯) আউট হওয়ার পর অশ্বিন ও নায়ার সাবলীলভাবেই ব্যাটিং করছেন। ফলে ভারতের বড় লিড নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই টেস্টে এখনও চারটি সেশন বাকি। যা পরিস্থিতি তাতে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাই বেশি। তবে ভারত বড় লিড নেওয়ার পর যদি দ্রুত ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ করে দিতে পারে, তাহলে সিরিজের ফল ৪-০ হওয়া অসম্ভব নয়।
প্রথম ইনিংসে ইংল্যান্ডকে টপকে গেল ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
19 Dec 2016 12:48 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -