নয়াদিল্লি: দোহায় গতকাল রচিত হয়েছে ইতিহাস। ইতিহাস গড়েছেন, আর কেউ নন, স্বয়ং নীরজ চোপড়া (Neeraj Chopra)। ভারতের হয়ে জোড়া অলিম্পিক্স পদকজয়ী তারকা নিজের কেরিয়ারে প্রথমবার ৯০ মিটারের দূরত্ব অতিক্রম করেছেন। দোহা ডায়মন্ড লিগে নীরজ চোপড়া ৯০.২৩ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। তিনিই প্রথম ভারতীয় হিসাবে এই ৯০ মিটারের গণ্ডি অতিক্রম করলেন।

Continues below advertisement

এই ঐতিহাসিক কাণ্ডে গর্বিত গোটা দেশ, গর্বিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নীরজকে ইতিহাস গড়ার জন্য এক বিশেষ শুভেচ্ছাবার্তা জানিয়ে মোদি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এক অভূতপূর্ব কৃতি। দোহা ডায়মন্ড লিগ ২০২৫-এ ৯০ মিটার মার্ক পার করার জন্য এবং নিজের কেরিয়ার সেরা থ্রোর জন্য নীরজ চোপড়াকে অনেক অভিনন্দন। এটা ওর নিয়মানুবর্তিতা, প্যাশন এবং কঠোর পরিশ্রমের পরিণাম। (তোমার জন্য) গোটা ভারত উচ্ছ্বসিত এবং গর্বিত।' 

 

Continues below advertisement

নীরজ চোপড়া তাঁর কেরিয়ারের সেরা থ্রো করেও অবশ্য সোনা পেলেন না । দোহায় দুরন্ত পারফর্ম করেও এই ভারতীয় খেলোয়াড় স্বর্ণপদক থেকে বঞ্চিত হয়েছেন। নীরজ চোপড়া ডায়মন্ড লিগে রুপোর পদক অর্জন করেছেন। জার্মানির জুলিয়ান ওয়েবার দোহা ডায়মন্ড লিগে স্বর্ণপদক জিতেছেন। জুলিয়ান ওয়েবার ৯১.০৬ মিটার দূরত্বে জ্যাভলিল ছুড়ে এই লিগের সর্বোচ্চ স্কোর করেছেন। ভারতের আরেকজন খেলোয়াড় কিশোর জেনা এই জ্যাভলিন থ্রো ইভেন্টে ৮ম স্থানে শেষ করেছেন । কিশোর ৭৮.৬০ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছেন। তাঁর সেরা স্কোর করেছেন। 

তবে নীরজ এই পারফরম্যান্সে কিন্তু সন্তুষ্ট হতে পারেননি। লিম্পিক্স ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে নীরজ বলেন, 'অনুভূতিটা অনেকটা তিক্তমিষ্টি। নব্বই মিটার দূরত্ব অতিক্রম করতে পারাটা সত্যিই আমার জন্য দারুণ একটা বিষয়। কিন্তু এই দ্বিতীয় স্থানে শেষ করাটাই ভাল লাগছে না। আমার সঙ্গে এর আগেও স্টকহোম ও টুর্কুতেও একই রকম হয়েছিল। ৮৯.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করার পরও আমাকে দ্বিতীয় স্থানে থেকে শেষ করতে হয়েছিল। আমি জাতীয় রেকর্ড ভেঙেও দ্বিতীয় স্থানে শেষ করেছিলাম।'