জয়সূর্যর রেকর্ড ভাঙলেন সুনীল নারাইন
এর আগে শুধু মাত্র চার ও ছয়ের সাহায্যে সবচেয়ে বেশি রানের ইনিংস ২০০৮-এ খেলেছিলেন সনত জয়সূর্য। ডেকান চার্জার্সের বিরুদ্ধে শুধু বাউন্ডারি মেরেই ৩৬ রান করেছিলেন তিনি। ২০০৮-র ৯ বছর বাদ সেই রেকর্ড ভেঙে দিলেন নারাইন। গতকাল তিনি যত রান করেছেন, তার সবটাই এসেছে বাউন্ডারি থেকে।
মাত্র ১৭ বলে ৪২ রান করেন তিনি। ইনিংসে ছিল ৯ টি চার ও একটি ছয়। এইসঙ্গেই শুধুমাত্র বাউন্ডারি মেরেই একটি ইনিংসে সবচেয়ে বেশি রান (৯ x ৪+ ১ x ৬= ৪২)করার কৃতিত্ব অর্জন করলেন তিনি।
৪২ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন নারাইন। এই ইনিংস খেলেই আইপিএলে নতুন একটা রেকর্ড গড়লেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।
টসে হেরে ব্যাটিং করতে নেমেছিল নাইটরা। নারাইনের বিস্ফোরক ব্যাটিংয়ে দুরন্ত শুরু করে নাইট রাইডার্স।
গতকালও ইডেনে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে সুনীল নারাইনকে সঙ্গে নিয়ে ওপেন করতে নেমেছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর।