পারথ: পাকিস্তান ক্রিকেটে তরুণ পেসারদের উঠে আসা নতুন কিছু নয়। এই তালিকায় নতুন সংযোজন ১৬ বছরের নাসিম শাহ। প্রস্তুতি ম্যাচে তিনি অস্ট্রেলিয়া এ দলের ব্যাটসম্যানদের রীতিমতো নাকানিচোবানি খাওয়ালেন। একটিমাত্র উইকেট নিলেও, এই তরুণ পেসার যেভাবে বোলিং করেছেন, সেটা সবার প্রশংসা কুড়িয়েছে।

সোমবার নাসিমের মায়ের মৃত্যু হয়েছে। তবে সেই খবর পাওয়ার পরেও তিনি দেশে ফিরে যাননি। পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করে দলের সঙ্গেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে এই ম্যাচের প্রথম ইনিংসে বল করার সুযোগ না পেলেও, দ্বিতীয় ইনিংসে ৮ ওভার বোলিং করে তিনটি মেডেন সহ ২১ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। তাঁর একটি বল উসমান খাজার হেলমেটে লাগে। স্লিপে একটি ক্যাচও ফস্কান হ্যারিস সোহেল।

এখনও পর্যন্ত মাত্র ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন নাসিম। ১৬.৫০ গড়ে তিনি ২৬টি উইকেট নিয়েছেন। এই তরুণ পেসারের আদর্শ শোয়েব আখতার ও শেন বন্ড। টেস্টে খেলার সুযোগ পেলে অস্ট্রেলিয়ার মাটিতে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেক হবে তাঁর। টেস্টের ইতিহাসে নবম কনিষ্ঠতম হিসেবে তিনি অভিষেক ঘটাবেন।