নয়াদিল্লি : বর্যবরণের রাতে ভয়াবহ দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত দেড়টা থেকে ২ টোর মধ্যে ঘটে ঘটনা। 


 






বর্ষবরণের রাতে মর্মান্তিক দুর্ঘটনা। জম্মুর কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরে ভিড়ে পদপিষ্ট হয়ে দুই মহিলা-সহ ১২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও অনেক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে খবর, রাত পৌনে ৩টে নাগাদ মন্দির চত্বরে দর্শনার্থীদের মধ্যে বচসা শুরু হয়। এরপরই হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। আহতদের নিয়ে যাওয়া হয় নারায়ণা হাসপাতালে। মৃতরা পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও জম্মু কাশ্মীরের বাসিন্দা। এই ঘটনায় প্রধানমন্ত্রীর দফতরের তরফে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ ও আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। 






প্রধানমন্ত্রীর ট্যুইট, মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে জীবন হানির ঘটনায় শোকাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। গোটা পরিস্থিতি নিয়ে জম্মু কাশ্মীরের রাজ্যপাল, মন্ত্রী জিতেন্দ্র সিং ও নিত্যানন্দ রাইয়ের সঙ্গে কথা হয়েছে। ট্যুইটে জানান প্রধানমন্ত্রী। 


বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হওয়ার ঘটনায় শোকজ্ঞাপন করেছেন রাহুল গাঁধীর। জম্মু কাশ্মীরের রাজ্যপালের দফতর থেকে আহতদের জন্য ২ লক্ষ টাকা, মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা করেছেন রাজ্যপাল ।