Amazon Offer On OnePlus 9 Pro 5G: আইফোন ও স্যামসাং-এর পাশাপাশি এই ফোনের ক্যামেরা ফিচার প্রশংসার যোগ্য। Amazon-এ OnePlus 9 Pro 5G-তে পাবেন এক্সক্লুসিভ ডিল। যেখানে সব অফার সহ আপনি ৬৫ হাজারের এই ফোনটি মাত্র ৩০ হাজারে কিনতে পারবেন। জেনে নিন এই ফোনের ডিল ও ফিচার।


OnePlus 9 Pro 5G (Morning Mist, 8GB RAM, 128GB Storage)
One Plus-এর দামি 9 সিরিজের ফোনের সেগমেন্টে পড়ে এই ফোন। যার দাম 64,999 টাকা। যদিও অফারে ফোনে রয়েছে 5 হাজারের ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কুপন। যদি আমরা ব্যাঙ্ক অফারের কথা বলি, তাহলে এই ফোনে 10টি ব্যাঙ্ক কার্ড থেকে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও অতিরিক্ত ডিসকাউন্ট রয়েছে। এর মধ্যে আইসিআইসিআই ব্যাঙ্ক ও কোটাক ব্যাঙ্ক কার্ড পেমেন্টে সর্বোচ্চ ছাড় পাওয়া যাচ্ছে। এই দুই ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ইনস্ট্যান্ট ছাড় রয়েছে ৫ হাজার। এছাড়াও Axis Miles & More ক্রেডিট কার্ডে হাজার টাকার অফ আছে। HSBC কার্ডে 5% ইনস্ট্যান্ট ছাড় পাবেন৷ এই সব অফারের পরে ফোনে নো কস্ট ইএমআইয়ের বিকল্পও রয়েছে। এই ফোনে 19,900 হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন।


OnePlus 9 Pro 5G-এর বৈশিষ্ট্য
এটি ওয়ান প্লাসের দামি ফোনের শ্রেণির মধ্যে পড়ে। এর ফিচারগুলিকে স্যামসাং ও আইফোনের সঙ্গে টক্কর দিতে পারে। 
এই ফোনে সিলভার গ্রিন ও ব্ল্যাক কালার অপশন পাওয়া যাচ্ছে।
ক্যামেরা সম্পর্কে কথা বলতে গেলে, এই ফোনে রয়েছে Hasselblad-এর তৈরি ট্রিপল রেয়ার ক্যামেরা। যাতে পাবেন 48 এমপি প্রধান ক্যামেরা, 50 এমপি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ছাড়াও 8 এমপি টেলিফটো লেন্স সহ 1/1.56" সাইজের সেন্সর । পাশাপাশি ফোনে পাবেন 2 এমপি মনোক্রোম ক্যামেরা ও 16 এমপি সেলফি ক্যামেরা।


এই ফোনে Adreno 660 GPU সহ Qualcomm Snapdragon 888 প্রসেসর রয়েছে।
ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে সহ ফোনটির স্ক্রিন সাইজ 6.7 ইঞ্চি। লেটেস্ট LTPO প্রযুক্তি রয়েছে এই ফোনে।
অ্যান্ড্রয়েড 11-এর অক্সিজেন অপারেটিং সিস্টেম ও 4500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনে। 
এই ফোনে 8GB RAM ও 128GB স্টোরেজ রয়েছে। এছাড়াও এটির বিশেষ বৈশিষ্ট্য এই ফোনে ইনবিল্ড অ্যালেক্সা রয়েছে।