Amazon Offer On OnePlus 9 Pro 5G: আইফোন ও স্যামসাং-এর পাশাপাশি এই ফোনের ক্যামেরা ফিচার প্রশংসার যোগ্য। Amazon-এ OnePlus 9 Pro 5G-তে পাবেন এক্সক্লুসিভ ডিল। যেখানে সব অফার সহ আপনি ৬৫ হাজারের এই ফোনটি মাত্র ৩০ হাজারে কিনতে পারবেন। জেনে নিন এই ফোনের ডিল ও ফিচার।
OnePlus 9 Pro 5G (Morning Mist, 8GB RAM, 128GB Storage)One Plus-এর দামি 9 সিরিজের ফোনের সেগমেন্টে পড়ে এই ফোন। যার দাম 64,999 টাকা। যদিও অফারে ফোনে রয়েছে 5 হাজারের ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কুপন। যদি আমরা ব্যাঙ্ক অফারের কথা বলি, তাহলে এই ফোনে 10টি ব্যাঙ্ক কার্ড থেকে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও অতিরিক্ত ডিসকাউন্ট রয়েছে। এর মধ্যে আইসিআইসিআই ব্যাঙ্ক ও কোটাক ব্যাঙ্ক কার্ড পেমেন্টে সর্বোচ্চ ছাড় পাওয়া যাচ্ছে। এই দুই ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ইনস্ট্যান্ট ছাড় রয়েছে ৫ হাজার। এছাড়াও Axis Miles & More ক্রেডিট কার্ডে হাজার টাকার অফ আছে। HSBC কার্ডে 5% ইনস্ট্যান্ট ছাড় পাবেন৷ এই সব অফারের পরে ফোনে নো কস্ট ইএমআইয়ের বিকল্পও রয়েছে। এই ফোনে 19,900 হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন।
OnePlus 9 Pro 5G-এর বৈশিষ্ট্যএটি ওয়ান প্লাসের দামি ফোনের শ্রেণির মধ্যে পড়ে। এর ফিচারগুলিকে স্যামসাং ও আইফোনের সঙ্গে টক্কর দিতে পারে। এই ফোনে সিলভার গ্রিন ও ব্ল্যাক কালার অপশন পাওয়া যাচ্ছে।ক্যামেরা সম্পর্কে কথা বলতে গেলে, এই ফোনে রয়েছে Hasselblad-এর তৈরি ট্রিপল রেয়ার ক্যামেরা। যাতে পাবেন 48 এমপি প্রধান ক্যামেরা, 50 এমপি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ছাড়াও 8 এমপি টেলিফটো লেন্স সহ 1/1.56" সাইজের সেন্সর । পাশাপাশি ফোনে পাবেন 2 এমপি মনোক্রোম ক্যামেরা ও 16 এমপি সেলফি ক্যামেরা।
এই ফোনে Adreno 660 GPU সহ Qualcomm Snapdragon 888 প্রসেসর রয়েছে।ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে সহ ফোনটির স্ক্রিন সাইজ 6.7 ইঞ্চি। লেটেস্ট LTPO প্রযুক্তি রয়েছে এই ফোনে।অ্যান্ড্রয়েড 11-এর অক্সিজেন অপারেটিং সিস্টেম ও 4500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনে। এই ফোনে 8GB RAM ও 128GB স্টোরেজ রয়েছে। এছাড়াও এটির বিশেষ বৈশিষ্ট্য এই ফোনে ইনবিল্ড অ্যালেক্সা রয়েছে।