নয়াদিল্লি: বৃহস্পতিবার, ২৯ অগাস্ট দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day)। প্রত্যেক বছর বিশেষ এই দিনটি উদযাপিত হয় জাতীয় ক্রীড়া দিবস হিসাবে। কেন?


কারণ, এদিনই হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের (Major Dhyan Chand) জন্মদিন। ভারতীয় খেলাধুলোকে যিনি অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। ১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬ - টানা তিনটি অলিম্পিক্সে হকিতে ভারত সোনা জিতেছিল। যে কীর্তির নেপথ্যে ছিল মেজর ধ্যানচাঁদের হকি স্টিক। ২২ বছরের কেরিয়ারে ৪০০টিরও বেশি গোল করেছেন ধ্যানচাঁদ। প্রত্যেক বছর তাঁর জন্মদিনকে স্মরণ করে এই দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয়।


১৯০৫ সালে ইলাহাবাদের একটি রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন মেজর ধ্যানচাঁদ। বাবার মতোই তিনিও সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীতেই হকি খেলা শুরু করেন।        


আর বিশেষ এই দিনে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, তাঁর প্রশাসন দেশের খেলাধুলোর উন্নতি সাধনে অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, 'আমাদের সরকার খেলাধুলোর সমর্থনে অঙ্গীকারবদ্ধ। আমরা চাই আরও বেশি করে তরুণ-তরুণী খেলাধুলোয় আসুক আর সফল হোক।'            


 






বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মোদি। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, 'জাতীয় ক্রীড়া দিবসে সকলকে শুভেচ্ছা জানাই। মেজর ধ্যানচাঁদজিকে আমার শ্রদ্ধার্ঘ। যাঁরা ভারতের হয়ে খেলেছেন , দেশের প্রতিনিধিত্ব করেছেন, তাঁদের সকলকে বাহবা জানানোর দিন আজ।'