আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের শেষ ওভার মেডেন, সঙ্গে কাইরন পোলর্ডের মহার্ঘ উইকেট, এর থেকে ভাল অভিষেক আর কী-ই বা হতে পারে। ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি।
প্রসঙ্গত, শনিবার ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্কে টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। শুরুতেই ক্যারিবিয়ান ওপেনারদের ফিরিয়ে ভারতকে শক্তপোক্ত জায়গায় দাঁড় করিয়ে দেন ওয়াশিংটন সুন্দর ও ভুবনেশ্বর কুমার। এরপর এক ওভারে পরপর ২ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধাক্কা দেন নভদীপ। একমাত্র কাইরন পোলার্ডের ৪৯ ইনিংসের সুবাদে ভারতের সামনে ৯৫ রানের স্কোর দাঁড় করায় ক্যারিবিয়ানরা। শেষ ওভারে কোনও রান না দিয়ে পোলার্ডের উইকেট নেন নভদীপ।
জবাবে ব্যাট করতে নেমে শিখর ধবনের উইকেট খোয়ায় ভারত। রোহিত করেন ২৪ রান। ছোট লক্ষ্য হলেও কটরেলদের সামনে ব্রেক কষতে হয় রান মেশিন কোহলিকেও। ৯৬ রান তুলতে ৬ উইকেট হারায় ভারত। অবশেষে ১৮তম ওভারে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন জাদেজা ও সুন্দর।