অভিষেকেই নজির নভদীপ সাইনির

ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি।

Continues below advertisement
ফ্লোরিডা: আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ওভারের চতুর্থ ও পঞ্চম ডেলিভারিতে পরপর ২ উইকেট, আর শেষ ওভারের তৃতীয় বলে ৩ নম্বর উইকেট। সব মিলিয়ে ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট। স্বপ্নের অভিষেক ভারতীয় স্পিডস্টার নভদীপ সাইনির। সঙ্গে রয়েছে বিরলতম বিশ্ব নজির গড়ার পারফর্ম্যান্সও। নভদীপ ভারতীয় ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার, যিনি কোনও টি-টোয়েন্টি আন্তর্জাতিকের শেষ ওভারে কোনও রান না দিয়ে উইকেট তুলে নিয়েছেন। অতীতে আন্তর্জাতিক কোনও ম্যাচে এই কীর্তি গড়েছেন কেবলমাত্র একজন ক্রিকেটারই। সিঙ্গাপুরের জনক প্রকাশ আইসিসি আয়োজিত এশীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কাতারের বিরুদ্ধে শেষ ওভারে মেডেন ও উইকেট তুলে প্রথম এই রেকর্ড গড়েন। সেই তালিকায় দ্বিতীয় স্থানেই চলে এলেন নভদীপ। তবে সাইনির আগে দুটি টেস্ট খেলিয়ে দেশের মধ্যে টি ২০ ম্যাচে কোনও  বোলার অভিষেক ম্যাচে এই নজির গড়েননি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের শেষ ওভার মেডেন, সঙ্গে কাইরন পোলর্ডের মহার্ঘ উইকেট, এর থেকে ভাল অভিষেক আর কী-ই বা হতে পারে। ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি।

Continues below advertisement

প্রসঙ্গত, শনিবার ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্কে টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। শুরুতেই ক্যারিবিয়ান ওপেনারদের ফিরিয়ে ভারতকে শক্তপোক্ত জায়গায় দাঁড় করিয়ে দেন ওয়াশিংটন সুন্দর ও ভুবনেশ্বর কুমার। এরপর এক ওভারে পরপর ২ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধাক্কা দেন নভদীপ। একমাত্র কাইরন পোলার্ডের ৪৯ ইনিংসের সুবাদে ভারতের সামনে ৯৫ রানের স্কোর দাঁড় করায় ক্যারিবিয়ানরা। শেষ ওভারে কোনও রান না দিয়ে পোলার্ডের উইকেট নেন নভদীপ।

জবাবে ব্যাট করতে নেমে শিখর ধবনের উইকেট খোয়ায় ভারত। রোহিত করেন ২৪ রান। ছোট লক্ষ্য হলেও কটরেলদের সামনে ব্রেক কষতে হয় রান মেশিন কোহলিকেও। ৯৬ রান তুলতে ৬ উইকেট হারায় ভারত। অবশেষে ১৮তম ওভারে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন জাদেজা ও সুন্দর।

Continues below advertisement
Sponsored Links by Taboola