লডারহিল: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে অভিষেক দল ভারতীয় দলের পেসার নভদীপ সাইনির। অভিষেক ম্যাচেই নজর কাড়লেন তিনি। ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন তিনি। ম্যাচের পর সাইনি বলেছেন, তাঁর হাতে যখন ইন্ডিয়া ক্যাপ তুলে দেওয়া হয়েছিল, তখন তিনি যেন  বিশ্বাস করতে পারছিলেন।


শনিবারের ম্যাচে ভারতীয় দলের চার উইকেটে জয়ের অন্যতম নায়ক সাইনি ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন। সাইনি সহ ভারতীয় বোলারদের দাপটে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৯৫ রানেই থমকে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। তবে রান তাড়া করতে নেমে সমস্যায় পড়ে ভারত। শেষপর্যন্ত ২.৪ ওভার বাকি থাকতেই ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

বিসিসিআই-এর ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে ভুবনেশ্বর কুমারকে দেওয়া সাক্ষাত্কারে সাইনি বলেছেন, যখন আমি ইন্ডিয়া ক্যাপ পেলাম তখন বিশ্বাস করতে পারছিলাম না যেদিনটার জন্য এতদিন অপেক্ষা করছিলাম, আজ সেই দিন।



সাইনির বাঁহাতে রয়েছে নেকড়ের ট্যাটু। এ ব্যাপারে দলের সিনিয়র বোলারের প্রশ্নের উত্তরে ২৬ বছরের সাইনি বলেছেন, ছোটবেলায় আমি ও আমার দাদা নেকড়ে সম্পর্কে প্রচুর সিনেমা দেখতাম। সেজন্যই হাতে এই ট্যাটু করেছি।