পোর্ট অফ স্পেন: ভারতীয় দল টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেও, সেটা নিয়ে বিশেষ ভাবতে রাজি নন অধিনায়ক বিরাট কোহলি। বলছেন, ‘এক নম্বর হয়ে ভাল লাগছে। তবে এতে দলের খেলা বদলাবে না। আমাদের লক্ষ্য থাকবে ভাল খেলে যাওয়া। গত এক বছর ধরে আমরা ভাল খেলছি। সেভাবেই খেলে যেতে চাই।’

 

গত বছরও স্বল্প সময়ের জন্য টেস্টে এক নম্বর দল হয়েছিল ভারত। তবে আবার পিছিয়ে যেতে হয়। তাই এবার ধারাবাহিকতার উপর জোর দিচ্ছেন কোহলি। তিনি বলছেন, ‘সত্যিই বিশ্বের সেরা দল হয়ে উঠতে গেলে টানা তিন-চার বছর ধরে ধারাবাহিকভাবে ভাল খেলে যেতে হবে। এটাই এখন আমাদের লক্ষ্য। আমরা ভাল খেলেছি বলেই র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। কিন্তু একইসঙ্গে বলতে হবে, আমরা অন্য দলগুলির তুলনায় অনেক কম টেস্ট খেলেছি। আরও ম্যাচ খেললে তবেই আমাদের অবস্থান বিচার করা যাবে। মরশুমের শেষেই আমরা নিজেদের খেলার বিচার করতে পারব।’

 

টেস্টে এক নম্বর জায়গা ধরে রাখতে গেলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা টেস্ট জিততেই হবে ভারতকে। এই ম্যাচে ভারতীয় দলে বদল হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছেন কোহলি। প্রথম টেস্টে চোট পেয়ে ছিটকে যাওয়া ওপেনার মুরলী বিজয় প্রথম একাদশে ফিরতে পারেন। সেক্ষেত্রে বাদ পড়বেন বাঁ হাতি ওপেনার শিখর ধবন। বোলিং বিভাগেও বদল হতে পারে। তবে কম্বিনেশন যাই হোক না কেন, জয়ই একমাত্র লক্ষ্য ভারতীয় দলের।