টোকিও: টোকিও অলিম্পিক্সে ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে স্বাধীনতার পর প্রথমবার সোনা জিতেছে ভারত। জ্যাভলিনে টোকিওতে স্বর্ণপদক জয়ের পরই শুভেচ্ছা বন্যায় ভাসছেন পানিপথের বছর ২৩ এর এই যুবক। ফাইনালে দ্বিতীয় থ্রোয়ে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছেন নীরজ। কিন্তু এতেই থেমে থাকতে চাইছেন না নীরজ। এবার তার লক্ষ্য আরও দূরত্ব অতিক্রম করা। নিজের জন্য মাইলস্টোন হিসেবে ৯০ মিটার দূরত্বকে বেছে নিয়েছেন তিনি। টোকিওয় সাফল্যের পর নীরজ বলেন, ‘দ্বিতীয় থ্রোটা ভাল ছিল। অলিম্পিক্সের রেকর্ড হল ৯০.৫৭ মিটার। আমিও তা অতিক্রম করতে চাই। জ্যাভলিনের ক্ষেত্রে টেকনিক যদি ঠিক থাকে, তবে এই দূরত্বও অতিক্রম করা খুব চাপের নয়। তাই নিজের ব্যক্তিগত সেরা হওয়া ছাড়াও অলিম্পিক্সের রেকর্ডও ঝুলিতে রাখতে চাই। আমি আরও পরিশ্রম করতে চাই। একই সঙ্গে এবার নব্বই মিটার দূরত্ব অতিক্রম করাই আমার লক্ষ্য।’


নিজের এই সাফল্যের জন্য আন্তর্জাতিক মঞ্চে ক্রমাগত নামার অভিজ্ঞতাকেও কারণ হিসেবে তুলে ধরছেন নীরজ। তিনি বলেন, ‘আমার এই সাফল্যের মূলে রয়েছে আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার অভিজ্ঞতা। ২-৩টে আন্তর্জাতিক মঞ্চে আমি পারফর্ম করেছিলাম টোকিও আসার আগে। তাই অলিম্পিক্সে আলাদা কোনও চাপ আমি অনুভব করিনি। শুধু নিজের ফোকাস ধরে রাখতে চেয়েছিলাম।’


উল্লেখ্য, ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। সেটাই এতদিন অলিম্পিক্সে ভারতের একমাত্র ব্যক্তিগত সোনা ছিল। শনিবার অভিনবর সঙ্গে একাসনে বসে পড়লেন নীরজ। 


স্বাধীন ভারতে এই প্রথম অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে পদক এল। ১২১ বছর আগে ১৯০০ সালে প্যারিস অলিম্পিক্সে ২০০ মিটার হার্ডলস ও ২০০ মিটার দৌড়ে রুপো পেয়েছিলেন কলকাতায় জন্মানো নরম্যান প্রিচার্ড। তারপর এই প্রথম অ্যাথলেটিক্সে পদক পেল ভারত। 


শনিবার ফাইনালে নীরজের প্রথম থ্রো ছিল ৮৭.০৩ মিটারের। দ্বিতীয় থ্রোয়ে তিনি ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন পৌঁছে দেন। এই থ্রো-ই সোনা এনে দিল। পরের থ্রোগুলিতে দূরত্ব বাড়েনি। তৃতীয় থ্রো ছিল ৭৯.৭৯ মিটারের। তবে তাতে নীরজের সোনা জিততে কোনও সমস্যা হয়নি।