স্টকহোম (সুইডেন) : ফের একটা অনবদ্য পারফরম্যান্স। স্টকহোমে ডায়মন্ড লিগ (Diamond League) মিটে রুপো জিতলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। এর সাথে সাথে ভেঙে ফেললেন নিজের রেকর্ডও।


রেকর্ডের খাতায় চোপড়া-


ডায়মন্ড লিগে নীরজ ৮৯.৯৪ মিটার দূরত্ব পর্যন্ত থ্রো করেছেন। যার জেরে গত ১৪ জুন করা নিজের জাতীয় রেকর্ডও ভেঙে ফেললেন নীরজ। তুর্কুতে পাভে নুর্মি গেমসে ৮৯.৩০ মিটার জ্যাভলিন থ্রো করে রুপো জিতে নিয়েছিলেন ভারতের 'গোল্ডেন বয়'। 


আরও পড়ুন ; ট্র্যাকে ফিরেই নতুন জাতীয় রেকর্ড গড়লেন নীরজ চোপড়া


টুর্নামেন্টে চোপড়ার থ্রো ছিল রেকর্ড। তবে, তাঁকে শেষমেশ ছাপিয়ে যান বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটারস। ৯০.৩১ মিটার দূরে ছোড়েন জ্যাভলিন। নিজের তৃতীয়বারের প্রচেষ্টায় এই রেকর্ড গড়েন অ্যান্ডারসন। রুপো জেতেন নীরজ। তাঁর অন্যান্য থ্রো-গুলি ছিল- ৮৪.৩৭ মিটার, ৮৭,৪৬ মিটার ও ৮৬.৬৭ মিটার , ৮৬.৮৪ মিটার। জার্মানির জুলিয়ান ওয়েবার জিতে নেন ব্রোঞ্জ। তাঁর থ্রো ছিল ৮৯.০৯ মিটার। 


প্রসঙ্গত, টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। এরপর ফের ট্র্য়াকে ফিরেই জাতীয় রেকর্ড গড়েন নীরজ চোপড়া (Neeraj Chopra)। পাভো নুরমি গেমসে দ্বিতীয় চেষ্টায় ৮৯.৩ মিটার দূরত্ব অতিক্রম করেন পানিপথের এই তরুণ।


এর আগে টোকিওতে (Tokyo Olympics 2021) ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতেছিলেন নীরজ। টোকিও অলিম্পিক্সের পর নিজেকে দীর্ঘদিনের জন্য ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে সরিয়ে নিয়েছিলেন নীরজ। সেই সময় বিভিন্ন শারীরিক কসরত করতে ও প্রস্তুতি সারতে দেখা গিয়েছিল তাঁকে। 


কিছুদিন আগেই নিজের নতুন ইউটিউব চ্যানেল লঞ্চ করেছিলেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী এই জ্যাভলিন থ্রোয়ার পরবর্তী প্রজন্মকে জ্যাভলিনে উদ্বুদ্ধ করতে ও বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করতেই এই উদ্যোগ নিয়েছেন। নিজের ওয়ার্ক আউট থেকে শুরু করে নানারকম কার্যকলাপের ছোট ছোট ভিডিও করে সেই চ্যানেলে পোস্ট করবেন নীরজ।