নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2025) রুপো জিতেছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। অন্যদিকে সোনা জিতেছিলেন পাকিস্তানের আর্শাদ নাদিম। এরপর থেকেই দুই দেশের দুই অ্যাথলিটের বন্ধুত্ব আরও গাঢ হয়েছিল। দুই অ্যাথলিটের পরিবাররের মানুষরা পরস্পরকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন। আর্শাদকে নিজের ছেলে বলেও সম্বোধন করেছিলেন নীরজের মা। সম্প্রতি নিজের নামে এক প্রতিযোগিতা আয়োজনের কথা জানিয়েছিলেন নীরজ। নাম নীরজ চোপড়া ক্লাসিক। সেই প্রতিযোগিতায় দেশ বিদেশের স্বনামধন্য জ্যাভলিন থ্রোয়ারদের আমন্ত্রণও জানিয়েছিলেন নীরজ। সেই প্রস্তাব পেয়েছিলেন প্যারিস অলিম্পিক্সের সোনাজয়ী আর্শাদ নাদিমও। এতদিন তিনি নিশ্চিত করেননি যে আদৌ আসবেন কি না। কিন্তু অবশেষে এবার জানিয়ে দিলেন যে তিনি নীরজের প্রস্তাব রেখে ভারতে টুর্নামেন্ট খেলতে আসতে পারছেন না। উল্লেখ্য,আগামী ২৪ মে থেকে শুরু হওয়ার কথা বেঙ্গালুরুর কান্তিরভা স্টেডিয়ামে শুরু হতে চলেছে নীরজ চোপড়া ক্লাসিক ২০২৫। 

Continues below advertisement

এক সাক্ষাৎকারে আর্শাদ নাকি জানিয়েছেন, ''আমি সিদ্ধান্ত নিয়েছি যে নীরজ চোপড়া ক্লাসিকে অংশ নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছি। চলতি বছরের জন্য আমার যাবতীয় সূচি প্রস্তুত হয়ে গিয়েছে। আমি দক্ষিণ কোরিয়ায় এশিয়ান মিটে অংশ নেব আগামী ২৭ মে থেকে।''

আর্শাদ কারণ হিসেবে এশিয়ান মিটের কথা উল্লেখ করলেও কানাঘুষো শোনা যাচ্ছে যে পহেলগাঁওয়ে হওয়া জঙ্গি হামলার ঘটনা চাপে ফেলে দিয়েছে পাক সরকারকে। তাই সরকারের তরফে থেকেই নাকি নিষেধ করা হয়েছে আর্শাদকে। শুরুতে নাকি প্রস্তাব পাওয়ার পর এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়ে ভেবেছিলেন পাক জ্যাভলিন থ্রোয়ার। কিন্তু পরে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন। এমনকী সরকারের তরফ থেকেও সবুজ সংকেত না পেলে কোনওভাবেই এই পরিস্থিতিতে ভারতে কোনও প্রতিযোগিতায় খেলতে আসা আর্শাদের পক্ষে চাপর।

Continues below advertisement

এই টুর্নামেন্টে ভারতের অ্য়াথলিটরা ছাড়াও অংশ নেবেন বিশ্বমঞ্চে ও অলিম্পিক্সের মঞ্চে দাপট দেখানো তারকা অ্য়াথলিটদেরও। অলিম্পিক্সের মঞ্চে নীরজের প্রতিদ্বন্দ্বী ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন ও অলিম্পিক্স পদকজয়ী অ্যান্ডারসন পিটার্স, কার্টিস থম্পসন, প্যারিস অলিম্পিক্সের ফাইনালিস্ট লুইজ মাউরিসিও দ্য সিলভা ও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন, অলিম্পিক পদকজয়ী জুলিয়াস ইয়েগোর মত তারকারা।

নীরজ বলেন, ''বেশ কয়েকজনের সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। এছাড়াও ইউরোপের আরও কয়েকজন অ্য়াথলিটের সঙ্গে কথা বলেছি। চেষ্টা করব ৩-৪ জন ভারতীয় অ্যাথলিট যেন অংশ নিতে পারে। এমনকী নিজেও আমি এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছি।''