Kashmir News: বৃহস্পতিবার সকাল থেকেই সেনা-জঙ্গির গুলির লড়াই চলছে উধমপুরে। খবর পাওয়া গিয়েছে, এই গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক সেনা জওয়ান। উধমপুরের দুর্গম ভূখণ্ড এবং ঘন জঙ্গলে ঢাকা এলাকা এমনিতেই অভিযান চালানোর পক্ষে অসুবিধাজনক। জঙ্গলের ভিতর রয়েছে অনেক গুহা, যেখানে অনায়াসেই লুকিয়ে থাকা যায়। তাই অত্যন্ত সতর্ক হয়েই অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী। কিন্তু জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন এক নিরাপত্তারক্ষী। দু'পক্ষের মধ্যে গুলির লড়াই চলাকালীন গুরুতর ভাবে জখম হন ওই সেনা জওয়ান। পরে মৃত্যু হয় তাঁর।
সেনা সূত্রে খবর, নিরাপত্তারক্ষীদের কাছে আগাম খবর ছিল। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত সেই খবরের ভিত্তিতেই এই এলাকায় অভিযান শুরু হয়। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, অন্তত ২ জন জঙ্গি উধমপুরের এই অঞ্চলে লুকিয়ে রয়েছে। আর সেই খবর পেতেই নিরাপত্তারক্ষীরা অভিযান শুরু করেন। ফের অশান্ত ভূ-স্বর্গ। উরি, কুলগামের পর এবার উত্তপ্ত উধমপুর জেলা। শোনা যাচ্ছে, উধমপুর জেলার বসন্তগড় এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে নিরাপত্তারক্ষীদের। উধমপুর জেলার ডুডু-বসন্তগড় (Dudu-Basantgarh) এলাকায় গুলির লড়াই চলছে বলে খবর পাওয়া গিয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে চলছে এই অভিযান।
মঙ্গলবার ২২ এপ্রিল, ২০২৫ দুপুরে ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়েছে পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায়। মিনি সুইৎজারল্যান্ড নামে পরিচিত এই জায়গায় পর্যটকদের উপর গুলিবৃষ্টি করেছে জঙ্গিরা। ধর্মীয় পরিচয় জেনে, হিন্দু পুরুষদের বেছে বেছে নিশানা করা হয়েছে। গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন ২৬ জন সাধারণ পর্যটক। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার তিন বাসিন্দাও। পর্যটকদের বাঁচাতে গিয়েছে নিহত হয়েছেন এক কাশ্মী যুবক যিনি পেশায় টাট্টু ঘোড়ার চালক ছিলেন। নিজের ঘোড়ায় চড়িয়ে পর্যটকদের বৈসারনে নিয়ে যেতেন সৈয়দ আদিল হুসেন নামের ওই যুবক।
ইতিমধ্যেই পহেলগাঁওতে হামলাকারী জঙ্গিদের ছবি প্রকাশ্যে এসেছে। তবে নাগাল পাওয়া যায়নি তাদের। উপত্যকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি। গাড়িতে হচ্ছে চেকিং। কড়া নিরাপত্তা রয়েছে নাকা চেকিংয়ের জায়গাগুলিতে। ড্রোন উড়িয়েও চলছে নজরদারি। বিভিন্ন জায়গায় সার্চ অপারেশন চালাচ্ছে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী।