ব্রাসেলস: ডায়ন্ড লিগ ফাইনালেও (Diamond League final 2024) সোনা এল না ঝুলিতে। দ্বিতীয় স্থানে থেকেই শেষ করলেন নীরজ চোপড়া। মাত্র ১ সেন্টিমিটারের জন্য সোনা হাতছাড়া করতে হল প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) রুপোজয়ীকে। নিজের সেরা থ্রোয়ে ৮৭.৮৬ মিটার দূরত্ব অতিক্রম করেন। এর আগে ২০২২ সালে প্রথমবার কোনও ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন নীরজ চোপড়া। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স প্যারিস অলিম্পিক্সে সোনা ব্রোঞ্জ জিতেছিলেন। এবার ডায়মন্ড লিগে সোনা জিতলেন পিটার্স। তিনি ৮৭.৮৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন। ২০২৩ সালের ইউরোপিয়ান গেমস চ্যাম্পিয়ন জার্মানির জুলিয়ান ওয়েবার ৮৫.৯৭ মিটার দূরত্ব অতিক্রম করেন।
দুবারের অলিম্পিক্স পদকজয়ী নীরজ চোপড়া শুরুটা দারুণ করেছিলেন। ৮৬.৮২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে দ্বিতীয় স্থানেই ছিলেন শুরু থেকে। এর আগে লুজ়ানে ৯০.৬১ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে মিটে রেকর্ড গড়ে প্রথম স্থান দখল করেন অ্যান্ডারসন পিটার্স। নীরজ সেখানে ৮৯.৪৯ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে দ্বিতীয় স্থান পান। তৃতীয় স্থানে শেষ করেন জার্মানির জুলিয়ান ওয়েবার। তিনি ৮৭.০৮ মিটার দূরত্বে ছোড়েন।
প্যারালিম্পিক্সে দুবারের পদকজয়ী দেবেন্দ্র ঝাঝারিয়া কিছুদিন আগে বলেছিলেন, '''আমি নিশ্চিত ৯০ মিটারের মার্ক প্রায় ছুঁয়েই ফেলেছে নীরজ। ওর কাছে এটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি আমার ২০ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, যখন এই বাধাটা কেটে যাবে, তখন কিন্তু শুধু সেই বাধাটাই টপকাবে না। আরও ২-৩ মিটার দূরত্ব অতিক্রম করে যাবে ও। যখন নীরজ ৯০ মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে। তখন আমি নিশ্চিতভাবেই বলতে পারি ৯৩ মিটার দূরত্ব অতিক্রম করে যাবে জ্যাভলিন। আমার কথাটা মিলিয়ে নেবেন।'' এরপরই দুবারের অলিম্পিক্স পদকজয়ী আরও বলেন, ''আমি বলে দিতে পারি আগামী ২-৩ বছরের মধ্যেই ৯৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়বে নীরজ। বয়সটা খুবই ইতিবাচক দিক ওর। এখন নীরজ মাত্র ২৬ বছর বয়স। আমি নিশ্চিত ২৮-২৯ বছরের মধ্যেই ও ৯৩ মিটারের দূরত্ব অতিক্রম করে যাবে।''
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টেই কি এই মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন বুমরা?