মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষবার তাঁকে জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল। এরপর থেকে জিম্বাবোয়ের ও শ্রীলঙ্কা সফরে দেখা যায়নি তাঁকে। এমনকী শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বিরাট, রোহিতরা খেললেও দলের বোলিং লাইন আপের সবচেয়ে বড় তারকা বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। আর সেই ম্য়াচের মধ্যে দিয়েই ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন ডানহাতি তারকা পেসার। আর শুধু ফেরাই নয়। আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বুমরা।


বুমরা এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সিতে সব ফর্ম্য়াট মিলিয়ে মোট ৩৯৭টি উইকেট নিয়েছেন। অর্থাৎ আর মাত্র ৩ উইকেট নিলেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটে পূর্ণ করবেন তিনি। বুমরা এখনও পর্যন্ত মোট ৩৬টি টেস্ট খেলেছেন। তার মধ্যে উইকেট নিয়েছেন ১৫৯টি। ৮৯টি ওয়ান ডে ম্য়াচ খেলে মোট ১৪৯ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে মোট ৭০টি ম্য়াচ খেলে ৮৯ উইকেট নিয়েছেন। 


উল্লেখ্য, আসন্ন ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজে বুমরাকে সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিতের ডেপুটির দায়িত্ব দেওয়া হয়েছিল ডানহাতি পেসারকে। এমনকী আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০২৩ সালে একটি টেস্টে বুমরা দেশের নেতৃত্বও দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে সেই দায়িত্ব বর্তানো হয়নি বুমরার কাঁধে। 


সামনেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। ১৯ সেপ্টেম্বর থেকে প্রথম টেস্ট শুরু চেন্নাইয়ে। তার আগে দেশে ফিরলেন কোহলি। আর ফিরেই নেমে পড়লেন প্র্যাক্টিসে। শুক্রবার চেন্নাইয়ে ভারতের প্রথম প্র্যাক্টিস সেশনেই নেটে ৪৫ মিনিট ব্যাটিং করলেন কিংগ কোহলি।


বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারত। সদ্য পাকিস্তানকে তাদের দেশের মাটিতে টেস্ট সিরিজ হারিয়ে এসেছে বাংলাদেশ। যে কারণে নাজমুল হোসেন শান্তদের হাল্কাভাবে নিচ্ছে না ভারত। লন্ডন থেকে দেশে ফিরেই তাই কঠোর অনুশীলনে নিজেকে ডুবিয়ে রাখলেন কোহলি।


লন্ডন থেকে ভারতীয় সময় শুক্রবার ভোর ৪টের সময় সরাসরি চেন্নাইয়ে পৌঁছেছেন কোহলি। মাত্র কয়েক ঘণ্টা পরেই নেমে পরেন অনুশীলনে। হেড কোচ গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে চিপক স্টেডিয়ামে ব্যাটিং করেন তিনি। রোহিত ও বিরাট অনেক দিন পরে টেস্টে প্রত্যাবর্তন করতে চলেছেন জাডেদাও টি-টোয়েন্টি সিরিজের পর প্রত্যাবর্তন করছেন দেশের জার্সিতে।