নয়াদিল্লি: দোহায় রুপো জিতেছিলেন। পোল্যান্ডেও রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল নীরজ চোপড়াকে (Neeraj Chopra)। দোহাতে জীবনে প্রথমবার ৯০ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। প্রত্যাশার পারদ তাঁকে নিয়ে বেড়েছিল পোল্যান্ড অ্যাথলেটিক্স মিটে। কিন্তু পারলেন না ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার। নিজের সেরা পারফরম্য়ান্সের ধারেকাছে ছিলেন না নীরজ। ৮৪.১৪ মিটার দূরত্ব অতিক্রম করতে পেরেছিলেন পানিপথের তরুণ। নিজের ষষ্ঠ প্রচেষ্টায় এই দূরত্ব অতিক্রম করেন নীরজ। অন্যদিকে সোনা জিতেছেন জার্মানির জুলিয়ান ওয়েবার। ৮৬.১২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন ওয়েবার। টুর্নামেন্টে তৃতীয় স্থান অধিকার করেছেন পিটার্স অ্য়ান্ডারসন। তিনি ৮৩.২৪ মিটার ছুড়েছেন।
নীরজ বলেন, ''নব্বই মিটার দূরত্ব অতিক্রম করতে পারাটা সত্যিই আমার জন্য দারুণ একটা বিষয়। কিন্তু এই দ্বিতীয় স্থানে শেষ করাটাই ভাল লাগছে না। আমার সঙ্গে এর আগেও স্টকহোম ও টুর্কুতেও একই রকম হয়েছিল। ৮৯.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করার পরও আমাকে দ্বিতীয় স্থানে থেকে শেষ করতে হয়েছিল। আমি জাতীয় রেকর্ড ভেঙেও দ্বিতীয় স্থানে শেষ করেছিলাম।''