টোকিও: অলিম্পিক্সের মঞ্চে দুর্দান্ত সাফল্য। টোকিওতে সোনা জয়ের পর সোশ্যাল মিডিয়ায়ও জনপ্রিয়তা বেড়ে গেল নীরজ চোপড়ার। শনিবারই জ্যাভলিনে দেশকে সোনা এনে দিয়েছেন তিনি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক হ্যাশট্যাগ দেখা গিয়েছে নীরজকে নিয়ে। ট্যুইটারে নীরজের সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন তাঁর সমর্থকরা। এবার ইনস্টাগ্রামেও ফলোয়ার বেড়ে গেল ভারতের এই তরুণ জ্যাভলিন থ্রোয়ারের।
গত ২৪ ঘণ্টার মধ্যে ১০ লক্ষ্যের বেশি ফলোয়ার বেড়ে গিয়েছে নীরজের। এই মুহূর্তে পানিপথের তরুণের ইনস্টা ফলোয়ার সংখ্যা ২.৪ মিলিয়ন। নিজে ইনস্টাগ্রামে ১৬০ জনকে ফলো করেছেন নীরজ। সেখানে একমাত্র অক্ষয় কুমার ছাড়া আর কোনও সিনেমা জগতের তারকা তালিকায় নেই।
শনিবার নজির গড়ার পর থেকেই রাষ্ট্রপতি, প্রধামন্ত্রী থেকে শুরু করে ক্রীড়া জগতের ব্যক্তিত্বরা শুভেচ্ছা জানিয়েছেন নীরজকে। ক্রীড়াক্ষেত্রের বাইরে বিনোদন জগত ও অন্যান্য ফিল্ডের ব্যক্তিত্বের শুভেচ্ছাও চোখে পড়েছিল। ট্যুইটারের থেকে ইনস্টাগ্রামে বরাবরই একটু বেশি সচল নীরজ। নিজের অনুশীলন, জিমের বিভিন্ন ছবি, ভিডিও মাঝে মাঝেই ইনস্টাগ্রামে পোস্ট করেন এই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার।
ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির জনপ্রিয়তা প্রশ্নাতীত। বাইশ গজে তো তাঁর ব্যাট একের পর এক রেকর্ড ভাঙছে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ার ওয়ালেও রেকর্ডের পর রেকর্ড গড়ছেন কিং কোহলি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা বাড়তে বাড়তে ছুয়ে ফেলেছে ১০০ মিলিয়নের মাইলস্টোন। বিশ্বের ক্রিকেটার হিসেবে এত বেশি ফলোয়ার শুধু কোহলিরই।