নটিংহ্যাম: নটিংহ্যামে ট্রেন্টব্রিজে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে ভারতীয় দল। ম্যাচ জিততে ২০৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৫২ রান তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। জয়ের জন্য আর ১৫৭ রান দরকার। হাতে রয়েছে ৯ উইকেট। আর এই ম্যাচে ভারতের সবচেয়ে তারকাখচিত পারফর্ম করেছেন জসপ্রীত বুমরা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছেন একাই। এমনকী ২ ইনিংস মিলিয়ে তুলেছেন ৯ উইকেট। প্রথম ইনিংসে ব্যাট হাতেও ভাল খেলেছেন। কিন্তু এই বুমরাকে নিয়েই চাপ বাড়ছিল একটা সময় ম্যানেজমেন্টের। অনেক দিন ধরেই অফফর্মে ছিলেন। চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর বুমরা জানালেন তার প্রত্যাবর্তনের মূল কারণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চূড়ান্ত ব্যর্থ হওয়া বুমরা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে। 


বুমরা বলেন, 'টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মানসিকভাবে কিছু পরিবর্তন এনেছিলাম। যার জন্যই হয়তো এই সাফল্য এসেছে। তবে মূলত ফোকাস করেছিলাম নিজের খেলায়। নিজের স্কিলের ওপর। ফল কী হবে তা নিয়ে বেশি না ভেবে ক্রিকেটটা উপভোগ করতে চেয়েছি আমি।' এরপর তিনি আরও যোগ করেন, 'আমি শুধু নিজের স্কিলে কিছু নতুনত্ব আনতে চেয়েছিলাম। অনুশীলন প্রচুর করেছি। নিজের ওপর বিশ্বাস ছিলই আমার।'


টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গোটা ম্যাচে কোনও উইকেটই পাননি বুমরা। প্রথম ইনিংসে বিনা উইকেটে ৫৭ রান দেন তিনি। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩৫ রান খরচ করেন এই তারকা বোলার। এরপরই সমালোচিত হতে হয়েছিল বুমরাকে। আইপিএল ছাড়া বুমরা আর পারফর্ম করতে পারেন না এমনই মতবাদ শোনা যাচ্ছিল। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই নিন্দুকদের মোক্ষম জবাব দিয়ে দিলেন তারকা এই ভারতীয় পেসার। 


ইংল্য়ান্ডের অধিনায়ক জো রুট দ্বিতীয় ইনিংসে শতরান হাঁকিয়েছিলেন। কিন্তু শনিবার তাঁকেও নতুন বলে আক্রমণে এসেই ফিরিয়ে দেন বুমরা।