ওরিগন: টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships) এলো রুপো। ফের ইতিহাস গড়লেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে রবিবার (২৪ জুলাই) যুক্তরাষ্ট্রের ওরিগনে পদক জিতলেন পানিপথের তরুণ অ্যাথলিট।
দরাজ সার্টিফিকেট
নীরজের আগে একমাত্র ভারতীয় হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতেছিলেন অঞ্জু ববি জর্জ (Anju Bobby George)। প্যারিসে ২০০৩ সালে পদকজয়ী ভারতীয় লং জাম্পার নীরজের পদক জেতায় ভীষণ খুশি। নীরজকেই তিনি সর্বকালের সেরা ভারতীয় অ্যাথলিট হওয়ার দরাজ সার্টিফিকেট দিয়ে দিলেন। তিনি বলেন, 'প্রায় ২০০ মতো দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, যার ফলে অত্যন্ত কড়া প্রতিযোগিতা হয়। এই বিশ্বচ্যাম্পিয়নে একটি পদক জয়ের গুরুত্ব বিশাল। ও অলিম্পিক্স এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটি করে পদক জিতেছে। সুতরাং, আমরা নিঃসন্দেহেই ওকে ভারতের সর্বকালের সেরা অ্যাথলিট বলতে পারি।'
২৪-এই সেট সম্পূর্ণ
চতুর্থ প্রয়াসে এদিনের সেরা থ্রোটি করেন নীরজ। তার জ্যাভলিন ৮৮.১৩ মিটার দূরত্বে অতিক্রম করায় রুপো নিশ্চিত জেতেন নীরজ। এই পদকের ফলে মাত্র ২৪ বছর বয়সি পদকের পূর্ণ সেট সম্পূর্ণ করে ফেললেন নীরজ। ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার আগেই অলিম্পিক্স, এশিয়ান গেমস এবং কমনওয়েল গেমসে পদক জিতেছিলেন। এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপেও এল পদক।
২০১৭-য় প্রথম বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমে তিনি খালি হাতে ফিরেছিলেন। ২০১৯-এ চোটের কারণে অংশ নিতে পারেননি। এ বার সেই আক্ষেপ মিটিয়ে নিলেন নীরজ। সোনা হল না, কিন্তু রুপো জিতেই ফিরছেন তিনি। নীরজই কি তাহলে সত্যি সত্যিই ভারতের সর্বকালের সেরা অ্যাথলিট, প্রশ্নটা কিন্তু একেবারে অহেতুক নয়।
আরও পড়ুন: 'কঠোর পরিশ্রমের ফল পাচ্ছে ও', নীরজের সাফল্যে উচ্ছ্বসিত মা সরোজ দেবী