নয়াদিল্লি: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বার পদক জয় ভারতের। নীরজ চোপড়ার (Neeraj Chopra) হাত ধরে রুপো এসেছে। প্রথম পুরুষ অ্য়াথলিট হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন নীজর। ছেলের সাফল্য স্বভাবতই বেজায় খুশি তাঁর বাবা, মা।
বাড়িতে খুশির পরিবেশ, কী বলছেন নীরজের মা?
দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজের রুপো জয়ের পর থেকেই পানিপথে তাঁর বাড়িতে উৎসবের আবহ। চলছে দেদার মিষ্টিমুখ। নীরজের মা সরোজ দেবী বলছেন, ''আমরা ভীষণ ভীষণ খুশি ওর জন্য। নীরজের কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য। আমরা একপ্রকার নিশ্চিত ছিলাম যে এই ইভেন্ট থেকে পদক জিততে চলেছে নীরজ।''
এদিন শুরুটা যদিও খুব একটা ভাল হয়নি নীরজের। তিনি নিজের প্রথম থ্রোটি ফাউল করেন এদিন। সেখানে গ্রেনাডার জ্যাভলিন থ্রোয়ার অ্যান্ডারসন পিটারস ৯০.২১ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নিজের পদক একপ্রকার নিশ্চিত করে দিয়েছিলেন। এরপর দ্বিতীয় ও তৃতীয় সুযোগে নীরজ যথাক্রমে ৮২.৩৯ ও ৮৬.৩৭ মিটার দূরত্ব অতিক্রম করেন। চতুর্থ পদক্ষেপে ৮৮.১৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নিজের রুপো নিশ্চিত করেন নীরজ। তবে এদিন ২ বার ফাউল থ্রো করেছিলেন এই তরুণ। নিজের সেরা থ্রো ৯০.৫৪ মিটার ছুড়ে সোনা নিশ্চিত করেন পিটারস। চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভালদেজ ৮৮.০৯ মিটার জ্যাভলিন ছুড়ে ব্রোঞ্জ জেতেন। এদিন ভারতের আরেক জ্যাভলিন থ্রোয়ার রোহিত যাদবও ফাইনালে উঠেছিলেন। কিন্তু প্রথম তিনটি থ্রোয়ের পরই ছিটকে যান তিনি।
এর আগে ২০০৩ সালে অঞ্জু ববি জর্জের পর বিশ্বচ্যাম্পিয়নশিপে আবার পদক জয় ভারতের। পুরুষদের বিভাগে যদিও কেউই কোনও পদক জেতেনি কেউ এর আগে এই টুর্নামেন্টে। এবার নীরজের হাত ধরে সেই শূন্যস্থান পূরণ হল। তবে নব্বই মিটার দূরত্ব এবারও অতিক্রম করা হল না নীরজের।
আরও পড়ুন: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ে রুপো জয় নীরজ চোপড়ার