নয়াদিল্লি: কুঁচকিতে চোটের জন্য বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গিয়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। প্রতিযোগীতা শুরুর কিছুদিন আগেই আচমকা ছিটকে গিয়েছেন টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) সোনা জয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। আপাতত রিহ্যাবে আছেন তিনি। আর সেখান থেকেই কমনওয়েলথে অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের উদ্দেশে শুভেচ্ছাবার্তা পাঠালেন নীরজ। এমনকী পানিপথের এই অ্যাথলিট আরো বলেন যে, পোডিয়ামে ভারতীয় অ্যাথলিটদের যেমন দেখতে চান বেশি করে, তেমনই আরও বেশি করে এই প্রতিযোগিতায় জাতীয় সঙ্গীতও শুনতে চান তিনি। 


কী বললেন নীরজ?


 






উল্লেখ্য, কমনওয়েলথ গেমসে ভারতীয় পতাকা বাহক হিসেবে সবার আগে নাম ছিল নীরজের। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই চোট পেয়ে ছিটকে যান তিনি। নিজের ট্যুইটারে এক বার্তায় নীরজ জানিয়েছেন, ''আমি নিজেকে প্রস্তুত করছি ধীরে ধীরে আরও ফিট হয়ে যাতে নামতে পারি, তার জন্য। তবে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী প্রত্যেক ভারতীয় অ্যাথলিটকে শুভেচ্ছা জানাচ্ছি আমি।''


বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জয়ের পর কুঁচকিতে চোট পেয়েছিলেন নীরজ চোপড়া। এমআরআইয়ের পর চিকিৎসকরা তাঁকে এক মাসের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এর ফলেই বার্মিংহ্যামের মঞ্চে দেখা যাচ্ছে না সোনাজয়ীকে।


আরও পড়ুন: ব্যাডমিন্টনের সিঙ্গলসে শেষ ষোলোয় সিন্ধু