নয়াদিল্লি: সদ্যই পরপর দুই প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। বেশ ভাল ফর্মেই রয়েছেন তিনি। এবার ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে পুরষদের জ্যাভলিন থ্রোর ব়্যাঙ্কিংয়েও (Javelin throw world rankings) শীর্ষস্থান পুনরায় দখল করে নিলেন নীরজ। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্সের থেকে শীর্ষস্থান নিজের নামে করলেন ভারতীয় তারকা অ্যাথলিট।
বিশ্ব অ্যাথলেটিক্স এই সপ্তাহের শুরুতেই ব়্যাঙ্কিং আপডেট করে। সেই ব়্যাঙ্কিংয়ে নিজের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪৪৫। সেখানে পিটার্সের সংগ্রহ ১৪৩১। নীরজের প্রতিদ্বন্দ্বী তথা অলিম্পিক্স চ্যাম্পিয়ন আরশাদ নাদিম (Arshad Nadeem) কিন্তু প্রথম তিনেও নেই। পাক অ্যাথলিট রয়েছেন চতুর্থ স্থানে। পড়শি দেশের তারকার দখলে রয়েছে ১৩৭০ পয়েন্ট।
নীরজ প্যারিস অলিম্পিক্সের পরেই ব়্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান হারান। পিটার্সের কাছে ২০২৪ সালের সেপ্টেম্বরে সেই স্থান হারিয়েছিলেন। তবে ধারাবাহিক পারফরম্যান্সের পর আবারও সেই স্থান ফিরে পেলেন নীরজ। দিনকয়েক আগেই প্যারিসে ডায়মন্ড লিগেও শীর্ষস্থান দখল করেছিলেন নীরজ। অলিম্পিক্সে প্যারিসে পারেননি, তবে ডায়মন্ড লিগে প্যারিসেই খেতাব জিতলেন ভারতীয় মহাতারকা অ্যাথলিট। নীরজ ৮৮.১৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে এই প্রতিযোগিতা জেতেন। জুলিয়েন ওয়েবার ৮৭.৮৮ মিটার থ্রোয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন। ব্রাজিলের মরিসিও লুইস ডা সিলভা ৮৬.৬২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে তৃতীয় স্থানে শেষ করেন।
এরপর নিজের গৌরবময় কেরিয়ারে আরও এক খেতাব যোগ করেন তিনি। চেক প্রজাতন্ত্রের ওস্ত্রাভায় অ্যাথলেটিক্স মিটে গোল্ডেন স্পাইক ২০২৫ প্রতিযোগিতা জেতেন ভারতীয় অ্যাথলিট। প্রবল প্রতিযোগিতার মাঝেও নীরজের ৮৫.২৯ মিটারের থ্রোই তাঁর শীর্ষস্থান দখল করার জন্য যথেষ্ট ছিল।
গোল্ডেন স্পাইক মিট বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর গোল্ড সিরিজ়ের অংশ। বিশ্বের সেরা অ্যাথলিটরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। নীরজ এই প্রতিযোগিতায় ফের একবার নীরজ নিজের ধারাবাহিকতার পরিচয় দিলেন। এই পারফরম্যান্সের ফলে নীরজ নাগাড়ে ২৪টি প্রতিযোগিতায় প্রথম দুইয়ে শেষ করার রেকর্ড অব্যাহত থাকে। দক্ষিণ আফ্রিকার দাউ স্মিট প্রচেষ্টা করেছিলেন। শুরুর দিকে তিনি ৮৪.১২ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। শেষ প্রচেষ্টায় তাঁর জ্যাভলিন ৮১.৯০ মিটার দূরত্ব অতিক্রম করেন। তবে তা নীরজকে পিছনে ফেলার জন্য যথেষ্ট ছিল না। এই দুই প্রতিযোগিতায় ভাল পারফরম্যান্সের পরেই ভারতীয় অ্যাথলিট ফের শীর্ষে পৌঁছলেন।
জার্মানির জুলিয়ান ওয়েবার এ বছরের সর্বসেরা থ্রোটি করেছেন। তিনি দোহা ডায়মন্ড লিগে ৯১.০৬ মিটার দূরত্বে থ্রো করেছিলেন। তিনি আপাতত ব়্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছেন। টোকিওয় রুপো জেতা চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদেল ব়্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে রয়েছেন।