মলদ্বীপ: টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পর থেকেই জীবনটা বদলে গিয়েছে নীরজ চোপড়ার। দেশে ফেরার পর থেকেই সংবর্ধনায় ভাসছেন তিনি। কিছুদিন আগেই এসেছিলেন কলকাতাতেও। সেখানেই তিনি জানিয়েছিলেন যে ধীরে ধীরে অনুশীলনে নামবেন তিনি। এরপর মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন নীরজ।
সেখানেই একটি ভিডিও পোস্ট করেছেন অ্যাথলেটিক্সে দেশের হয়ে সোনাজয়ী নীরজ। এক অভিনব অনুশীলন করছেন তিনি। মলদ্বীপের সমুদ্রে স্কুবা ডাইভিং করছিলেন তিনি। জলের তলায় থাকা অবস্থাতেই ট্র্যাকে দৌড়ে এসে জ্যাভলিন ছোড়ার ভঙ্গিমা করেন তিনি। সঙ্গের ক্যাপশনে লিখেছেন, ‘আকাশে হোক, মাটিতে হোক বা জলের তলায়। আমি সবসময় জ্যাভলিনের কথাই ভাবতে থাকি। ট্রেনিং শুরু হয়ে গিয়েছে’। উল্লেখ্য, কিছুদিন আগেই মলদ্বীপের ফুয়াভেরি রিসর্টে ছুটি কাটানোর একটি ছবি পোস্ট করেছিলেন পানিপথের এই তরুণ। এখনও পর্যন্ত ট্র্যাকে অনুশীলন করতে নামেননি নীরজ। হয়ত মলদ্বীপ থেকে ফিরে এসেই অনুশীলন শুরু করবেন নীরজ। উল্লেখ্য, এর মধ্যেই পুনের আর্মি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছিল সোনাজয়ী অ্যাথলিটের নামে।
টোকিও অলিম্পিক্সে ট্রাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে দেশের প্রথম অ্যাথলিট হিসেবে সোনার পদক জিতেছেন নীরজ চোপড়া। চলতি ই-নিলামে তাঁর সেই সোনা জয়ী জ্যাভেলিনের দর শুরু হয়েছিল ১ কোটি টাকা থেকে। পরে তা ৫ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার তার ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে এমনই কিছু উপহার সামগ্রীর ই-নিলাম শুরু হয়েছিল। এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ ব্যয় হবে নমামি গঙ্গে প্রকল্পের জন্য। প্রথম দিনের নিলাম থেকেই সংগৃহীত হয়েছিল ১০ কোটি টাকার বেশি।