নয়াদিল্লি: আগামী ১৮ জুন, চলতি বছরের 'পিতৃ দিবস' (Father's Day)। মাকে ভালবাসার যেমন আলাদা দিনের প্রয়োজন হয় না তেমনই বাবাকে ভালবাসারও বিশেষ দিনের প্রয়োজন নেই। ঠিকই! তবুও বছরের একটি দিন তো বিশেষ করে তাঁদের জন্য বরাদ্দ রাখা যেতেই পারে। আর এই বিশেষ দিনে বাবাদের খানিক বিশেষ অনুভূত করানোই যেতে পারে। সাধারণত জুন মাসের তৃতীয় রবিবারকে (third Sunday of June) 'পিতৃ দিবস' হিসেবে পালন করা হয়। 


এবার বিশেষ দিনকে আরও খানিক স্পেশাল করার জন্য বাবার জন্য উপহার (Father's Day Gift) কেনার কথাও ভাবতে পারেন। কিন্তু কী কিনবেন ভেবে পাচ্ছেন না? বাবার শখের জিনিস কিনবেন নাকি, প্রয়োজনীয়? নাকি এমন কোনও উপহার যা একসঙ্গে শখ ও প্রয়োজন সবই পূরণ করবে? আপনাদের চিন্তা দূর হতে পারে নিচের কয়েকটা আইডিয়া দেখলে। বাকি বাবার জন্য কোনটা ঠিক হবে, সেটার বিচার তো আপনিই সেরা করতে পারবেন...


বাবার জন্য উপহারের আইডিয়া


১. পার্সোনালাইজড ফটোবুক বা ছবির কোলাজ - বাবার সঙ্গে কাটানো বিভিন্ন সেরা, মজার, আনন্দের মুহূর্তের ছবি একত্রিত করে তৈরি করতে পারেন ছবির বই। তাতে রাখতে পারেন ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত নানা ক্যামেরাবন্দি মুহূর্ত।


২. ঘড়ি - এবারের পিতৃ দিবসে বাবার পছন্দের কোনও ব্র্যান্ডের ঘড়ি উপহার দিতে পারেন। তাতে খোদাই করে দিতে পারেন তাঁর নামের আদ্যক্ষরও।


৩. খাবারের গিফট বক্স - এমন একটা গিফট বক্স তৈরি করতে পারেন যাতে ভর্তি থাকবে বাবার পছন্দের স্ন্যাক্স, চকোলেট বা যাই তাঁর অবসর সময়ে খেতে ইচ্ছে করে। এসব খাওয়া বারণ? একদিন না হয় হোক 'চিট ডে'!


৪. ফিটনেস ট্র্যাকার - বয়স বাড়ছে বাবার, শরীর দুর্বল হচ্ছে। কিন্তু শরীর স্বাস্থ্য সুস্থ তো রাখতেই হবে। রোজকার কাজকর্ম, ওয়ার্কআউট ঠিকমতো হচ্ছে কি না, পর্যাপ্ত হচ্ছে কি না, তা ট্র্যাকে রাখার জন্য ফিটনেস ব্যান্ড উপহার দিতে পারেন।


৫. বই বা ই-রিডার - যদি আপনার বাবা পড়তে ভীষণ ভালবেসে থাকেন, তাহলে তাঁর জন্য সেরা উপহার হতে পারে বই। বাবার প্রিয় লেখকের বই বা ই-রিডার দিতে পারেন।


৬. ওয়েলনেস প্যাকেজ - গোটা জীবন তো নানা ধকল সয়েছেন। এবার তাঁকে অন্যরকম একটা গোটা দিন উপহার দিতে পারেন। বাবাকে পাঠাতে পারেন কোনও 'ওয়েলনেস রিসর্ট'-এ। বাবার পছন্দের খেয়াল রাখতে হবে অবশ্যই, প্যাকেজে থাকতে পারে, স্পা, মেডিটেশনের অপশন। কাজ থেকে একদিন বিরতি নিতে বলুন বাবাকে, যাতে ভাল করে রিল্যাক্স করতে পারেন তিনি। এতে শরীর ও মন দুইই ভাল থাকবে। 


আরও পড়ুন: Papaya for Skin Care: এই গরমে ত্বকের ট্য়ান দূর করুন পাকা পেঁপের সাহায্যে


এগুলো কিছু আইডিয়া মাত্র, আপনাকে ভাবতে সাহায্য করার জন্য। কিন্তু বাবার জন্য তাঁর সন্তানের ভালবাসাই অনেক। সম্ভব হলে, এই 'পিতৃ দিবস'-এ বাবার সঙ্গে ভাল করে সময় কাটান, তাঁর কথা শুনুন, নিজের কথা বলুন। সকল বাবাদের জন্য 'পিতৃ দিবস'-এর শুভেচ্ছা, সকলের 'পিতৃ দিবস' ভাল কাটুক।


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial