সতীর্থদের মধ্যে নেহরা অন্যতম বুদ্ধিমান, বলছেন বিরাট
Web Desk, ABP Ananda | 01 Nov 2017 07:43 PM (IST)
নয়াদিল্লি: বিদায়ী আন্তর্জাতিক ম্যাচে খেলতে নামার আগে অভিজ্ঞ বাঁ হাতি পেসার আশিস নেহরাকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘পেসার হিসেবে ১৯ বছর ধরে খেলা বিশাল কৃতিত্বের। আমি যাদের সঙ্গে খেলেছি, তাদের মধ্যে আশিস নেহরা অন্যতম বুদ্ধিমান। ও সবসময় তরুণদের সাহায্য করতে ভালবাসে। ও জানে কোন সময় কী করা উচিত। ওকে বিদায় জানাতে খারাপ লাগছে। তবে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলেই ও বিদায় নিচ্ছে।’ ১৯৯৯ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল নেহরার। তিনি ১৭টি টেস্টে ৪৪টি উইকেট নিয়েছেন। ১২০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৫৭। ২৫টি টি-২০ ম্যাচে ৩৪টি উইকেট নিয়েছেন এই পেসার। আজ শেষ ম্যাচের আগে দলের পক্ষ থেকে নেহরাকে স্মারক উপহার দেন বিরাট ও প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।