নয়াদিল্লি: ফুটবল, কবাডির পর এবার ক্রিকেটে। ইন্ডিয়ান সুপার লিগ বা প্রো কবাডিতে প্রত্যেক ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়ার রেওয়াজ রয়েছে। এবার সেই নিয়মই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ চালু করার প্রস্তাব দিলেন কিংস ইলেভেন পঞ্জাবের অন্যতম মালিক নেস ওয়াদিয়া। বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই আর্জি জানিয়ে চিঠিও লিখলেন তিনি।
সংবাদসংস্থাকে ওয়াদিয়া বলেছেন, ‘বেশ কিছুদিন ধরেই এই প্রস্তাব দিয়ে আসছি। আইপিএলের সিইও ও অন্যান্য কয়েকজন কর্তার সঙ্গে এ নিয়ে কথাও হয়েছিল। এবার ফের বোর্ডের কাছে প্রস্তাব পাঠিয়েছি। এবার প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কেই চিঠি লিখেছি।’
প্রসঙ্গত, আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে সদ্যই ঠিক হয়েছে যে, পরের বার টুর্নামেন্টে শুধুমাত্র নো বল দেখার জন্য একজন আম্পায়ার থাকবেন। পাশাপাশি আইপিএলের মেয়াদ এবার আরও দীর্ঘায়িত হতে পারে। সাধারণত ৪৫ দিন ধরে চলে টুর্নামেন্ট। সপ্তাহের মাঝের প্রত্যেকদিন রাত ৮টা থেকে একটি করে ম্যাচ থাকে। আর শনি ও রবিবার বিকেল ৪টে ও রাত ৮টা – প্রত্যেকদিন মোট দুটি করে ম্যাচ থাকে। তবে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, বিকেলের ম্যাচ কমানো হতে পারে। তাতে টুর্নামেন্টের মেয়াদ কিছুদিন বাড়তে পারে।
আইপিএল ম্যাচের আগে হোক জাতীয় সঙ্গীত, চিঠিতে সৌরভকে প্রস্তাব নেস ওয়াদিয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
08 Nov 2019 04:00 PM (IST)
আইপিএলের মেয়াদ এবার আরও দীর্ঘায়িত হতে পারে। সাধারণত ৪৫ দিন ধরে চলে টুর্নামেন্ট। সপ্তাহের মাঝের প্রত্যেকদিন রাত ৮টা থেকে একটি করে ম্যাচ থাকে। আর শনি ও রবিবার বিকেল ৪টে ও রাত ৮টা – প্রত্যেকদিন মোট দুটি করে ম্যাচ থাকে। তবে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, বিকেলের ম্যাচ কমানো হতে পারে
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -