গতকাল মোটেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি ক্রুণাল। সাত নম্বরে ব্যাট করতে নেমে তিনি ৮ বলে ১৫ রান করে অপরাজিত থাকলেও, বোলিংয়ে ছিলেন একেবারেই সাদামাটা। ৪ ওভার বল করে কোনও উইকেট না নিয়ে ৩২ রান দেন এই বাঁ হাতি স্পিনার। এরই সঙ্গে যোগ হয় খারাপ ফিল্ডিং। যুজবেন্দ্র চাহলের বলে ক্রুণাল যখন মুশফিকুরের ক্যাচ ফস্কে বাউন্ডারি উপহার দেন, বাংলাদেশের তখন জয়ের জন্য ১৬ বলে ৩৩ রান দরকার ছিল। মুশফিকুর ব্যাটিং করছিলেন ৩৮ রানে। সেই সময় এই উইকেটটি পেয়ে গেলে ভারতীয় দল জয়ের দিকে এগিয়ে যেতে পারত। কিন্তু নতুন জীবন পেয়ে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিকুর। এই প্রথম টি-২০ ম্যাচে ভারতের বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ।