লন্ডন: ‘যেভাবে খেলছ, ঠিক ,সেভাবেই খেলে যাও’। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলের অধিনায়ককে পরামর্শ সচিন তেন্ডুলকরের। তিনি বলেছেন, ওকে ওর মনের কথা শুনতে হবে এবং এই দুরন্ত ব্যাটিং চালিয়ে যেতে হবে।
প্রথম টেস্টে ভারত হেরে সিরিজে পিছিয়ে পড়েছে। তাই লর্ডসে ঘুরে দাঁড়ানোর লড়াই টিম ইন্ডিয়ার।
প্রথম টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে রান এসেছিল শুধুমাত্র কোহলির ব্যাট থেকেই। প্রথম ইনিংসে ১৪৯ এবং দ্বিতীয় ইনিংসে ৫১ রান করেন তিনি। এই দুরন্ত ইনিংসের দৌলতে তিনি আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন।
কোহলির ওই ইনিংস সত্ত্বেও ভারত বার্মিহাম টেস্টে হেরে যায়। আগামী টেস্টের আগে সচিন বলেছেন, ‘আমি বলব, কোহলি যেটা করে আসছে, সেটাই করতে হবে। ও খুব ভালো ব্যাটিং করছে। তাই এভাবেই ওর খেলা চালিয়ে যাওয়া উচিত। আশেপাশে কী ঘটছে, সে সব নিয়ে চিন্তা না করে যে কাজটা করছে, তার ওপরই ওর মনোনিবেশ করা দরকার। এক্ষেত্রে নিজের মনের কথা শুনতে হবে’।
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন, লক্ষ্য পূরণের জন্য উত্সাহ অবিচল থাকলে ফল পক্ষেই আসবে।
একইসঙ্গে সচিন বলেছেন, ‘আত্মতৃপ্ত হওয়ার কোনও অবকাশই নেই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যত বেশিই রান করা হোক না কেন, তা যথেষ্ট হবে না’।
টেস্টে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিক বলেছেন, ‘আত্মসন্তুষ্ট হলেই খারাপ সময়ের শুরু হয়। কাজেই ব্যাটসম্যান হিসেবে আত্মসন্তুষ্টির কোনও সুযোগই নেই। বোলাররা ১০ টি উইকেট নিতে পারে। কিন্তু ব্যাটসম্যানদের রান করতে হয়। তাই সেই লক্ষ্যে অবিচল থাকতে হবে’।
আত্মসন্তুষ্টির কোনও অবকাশ নেই, রানের খিদে বজায় রাখতে হবে, কোহলিকে পরামর্শ সচিনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Aug 2018 10:55 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -