বেঙ্গালুরু: উমেশ যাদবের প্রথম পাঁচ বলে ২৪ রান করার পর শেষ বলটিতে মহেন্দ্র সিংহ ধোনি রান করতে পারবেন না, সেটা ভাবতেই পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জয়ের নায়ক পার্থিব পটেল। তিনি নিজেই এ কথা জানিয়েছেন। ম্যাচের পর আরসিবি-র উইকেটরক্ষক বলেছেন, ‘আমরা চাইছিলাম শেষ বলটি অফসাইডে ছোট বাউন্ডারির দিকে মারুক ধোনি। কারণ, ও যে গতিতে দৌড়য়, তাতে লেগসাইডে মারলে দু’রান আটকানো অসম্ভব ছিল। তাই আমরা চাইছিলাম উমেশ অফস্ট্যাম্পের বাইরে স্লোয়ার ডেলিভারি করুক। আমাকে অবাক করে সেই বলটি মারতে পারেনি ধোনি।’

পার্থিব আরও বলেছেন, ‘ব্যাঙ্গালোরে খেলা হোক বা মুম্বইয়ে, শেষ পাঁচ ওভারে ৭০ রান করে জেতাই যায়। তাই প্রথমে ব্যাট করে জয় পাওয়ার জন্য শেষ পাঁচ ওভারে অন্তত ৮০-৯০ রান বাকি থাকা দরকার। এম এস কেমন খেলে, সেটা সবাই জানে। সেই কারণে আমরা ওকে যত বেশি সম্ভব ডট বল করে অন্য ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করতে চাইছিলাম। ধোনি শেষ তিন-চার ওভার পর্যন্ত খেলাটা নিয়ে যেতে চেয়েছিল। ও দলকে প্রায় জিতিয়েই দিয়েছিল।’