করাচি: ওয়াকার ইউনিস কোচ থাকাকালীন দল থেকে বাদ পড়ার ভয়ে ব্যক্তিগত সমস্যা নিয়ে কোনওদিন মুখ খোলেননি। এমনই দাবি করলেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। তিনি আরও বলেছেন, জিম্বাবোয়ে সফরের আগে তৎকালীন প্রধান নির্বাচকের সঙ্গে দেখা করে তাঁকে সেই সফরে বিশ্রাম না দেওয়ার অনুরোধ করেছিলেন। কারণ, দল জিম্বাবোয়ে যাওয়ার আগে ভাল পারফরম্যান্স দেখানোর পরেও টি-২০ ম্যাচের দল থেকে বাদ পড়েন তিনি। সেই কারণেই দলে টিকে থাকা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন।
২০১৫ বিশ্বকাপে প্রথম চারটি ম্যাচে খেলার সুযোগ পাননি সরফরাজ। দেশের মানুষের চাপ সত্ত্বেও তাঁকে দলে রাখেননি ওয়াকার। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সরফরাজ বলেছেন, ‘বেশি কথা বলতে ভয় লাগে। দল থেকে বাদ পড়তে পারি। অন্য খেলোয়াড়দের এই কারণেই বাদ পড়তে দেখেছি। তাই কিছু বলতে চাই না।’
ওয়াকারের আমলে বাদ পড়ার ভয়ে মুখ খুলিনি, বলছেন সরফরাজ
Web Desk, ABP Ananda
Updated at:
25 Jan 2017 06:14 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -