ধোনির গুরুত্ব কখনওই খাটো করে দেখা যায় না, সমালোচকদের উদ্দেশে বললেন ক্লার্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Mar 2019 05:21 PM (IST)
নয়াদিল্লি: ভারতের সীমিত ওভারের দলে ধোনির গুরুত্বকে কখনওই খাটো করা যায় না বলে মন্তব্য করলেন অস্ট্রেলিয়া দলের প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। ধোনির সমালোচকদের সতর্ক করে এ কথা বলেছেন তিনি। ফিরোজ শাহ কোটলায় ভারতকে ৩-২ হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের পর ট্যুইট করে ক্লার্ক বলেছেন, এমএসডি-র গুরুত্বকে কখনও খাটো করে দেখা উচিত নয়। মিডল অর্ডারে অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। সিরিজে ভারত ২-০ এগিয়ে থেকেও পরের তিনটি ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে ভারত। অন্যদিকে, অস্ট্রেলিয়া দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাল। সিরিজের শেষ দুটি ম্যাচে ভারতীয় দলে ছিলেন না ধোনি। তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্ত তাঁর জায়গায় খেলেন।