নয়াদিল্লি: আইপিলের ম্যাচে আম্পায়ারদের নজর এড়াল বড়সড় ভুল। এই ঘটনা নিয়ে আম্পায়ারিংয়ের মান নিয়ে দেখা দিয়েছে নয়া বিতর্ক।
গলি ক্রিকেটে এমনটা হলেও আইপিএলের মতো প্রথমসারির টুর্নামেন্টে এই ভুলে প্রকৃতপক্ষে স্তম্ভিত ক্রিকেট মহল।এলবিডব্লু, ব্যাটে বল লেগেছে কিনা-এ সব নিয়ে আম্পায়ারদের সিদ্ধান্ত অনেক সময় ঠিক নাও হতে পারে। কিন্তু কোন ব্যটসম্যান স্টাইকিং প্রান্তে থাকবেন, তা ঠিক করতে ভুল হওয়া উচিত নয়। গতকাল মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে এমনই ভুল হল।
হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার ষষ্ঠ ওভারের শেষ বলে বাউন্ডারি মারার পরও সপ্তম ওভারের প্রথম বল খেললেন। আম্পায়ার নীতীন মেনন এবং সিকে নন্দনের নজর বেমালুম এড়িয়ে গেল তা। আর বিপক্ষের অধিনায়ক রোহিত শর্মাও বিষয়টিও খেয়াল করেননি।
আইপিএলে আম্পায়ারিংয়ের মান নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। প্রথমসারির আন্তর্জাতিক ক্রিকেটাররা যে টুর্নামেন্টে খেলছেন সেখানে আইসিসি প্যানেলের মাত্র চার আম্পায়ার রয়েছেন। তাঁরা হলেন, ক্রিস গ্যাফানে, নাইজেল এললং, মারাইস এরাসমুস এবং এস রবি।
আইপিএল ম্যাচে আম্পায়ারদের নজরে এল না বড়সড় ভুল, নয়া বিতর্ক
ABP Ananda, web desk
Updated at:
13 Apr 2017 09:06 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -