নয়াদিল্লি: ক্রিকেটার রোহিত শর্মা বাবা হলেন। রবিবার মুম্বইয়ে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী। রোহিত স্ত্রীর পাশে থাকার জন্য দেশে ফিরছেন। ফলে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে খেলতে পারছেন না তিনি। সিডনির ম্যাচ শুরু হচ্ছে ৩ জানুয়ারি। মেলবোর্ন থেকে ভারতে ফেরার বিমান ধরেছেন রোহিত। তবে ৮ জানুয়ারি ফের অস্ট্রেলিয়ায় যাবেন তিনি, ১২ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হতে চলা তিন ম্যাচের একদিনের সিরিজে খেলতে। বিসিসিআই সূত্রে এ খবর পাওয়া গিয়েছে।
তারা এক বিবৃতিতে বলেছে, ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা স্ত্রীর কাছে যাওয়ার জন্য ৩০ ডিসেম্বর মুম্বই রওনা হয়েছেন। কন্যাসন্তান হয়েছে রোহিতের। জীবনের নতুন এক অধ্যায় শুরু করছেন তিনি। এজন্য তাঁকে শুভেচ্ছা জানাচ্ছে বিসিসিআই। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড সিডনির চতুর্থ ও শেষ টেস্টের ভারতীয় দলে রোহিতের বদলি হিসাবে কারও নাম ঘোষণা করেনি। মেলবোর্ন টেস্ট জিতে সিরিজে ২-১ এ এগিয়ে গিয়েছে বিরাট কোহলির দল। বোর্ড বলেছে, রোহিত চতুর্থ টেস্ট মিস করবেন। টেস্ট দলে তাঁর বদলে কেউ ঢুকছে না। রোহিত একদিনের সিরিজের প্রস্তুতির জন্য ২০১৯ এর ৮ জানুয়ারি একদিনের স্কোয়াডে যোগ দেবেন।
মেয়ের বাবা হলেন, সিডনি টেস্টে খেলছেন না রোহিত, দেশে ফিরছেন, ৮ জানুয়ারি একদিনের স্কোয়াডে যোগ দেবেন
Web Desk, ABP Ananda
Updated at:
31 Dec 2018 01:47 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -