জুরিখ : কাতারে (Qatar World Cup 2022) তারা দেখিয়েছে স্বপ্নের দৌড়। আর তার রেশ এবার ফিফার ক্রমতালিকাতেও। একলাফে ১১ ধাপ উপরে উঠেছে মরক্কো (Morocco)। এই মুহূর্তে আফ্রিকান দেশগুলির মধ্যে ফিফা ক্রমতালিকায় (FIFA Ranking) সবথেকে উপরে তারা। এদিকে, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিলেও ফিফার ক্রমতালিকায় অবশ্য বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনার থেকে উপরে থেকেই বছর শেষ করছে ব্রাজিল।


একধাপ উঠে এই মুহূর্তে ফিফা ক্রমতালিকায় দু'নম্বরে লিওনেল মেসির দেশ আর্জেন্তিনা (Argentina)। তবে আগের বিভিন্ন ফিফা স্বীকৃত ম্যাচে জেতার হিসেবে পয়েন্টের ভিত্তিতে তাদের থেকে ওপরে তথা ফিফা ক্রমতালিকার শীর্ষে ব্রাজিল (Brazil)। বিশ্বচ্যাম্পিয়নের থেকেও ক্রমতালিকায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া দেশ এগিয়ে থাকায় অবশ্য প্রশ্ন তুলছেন অনেকেই। 


যদিও প্রশ্নের কোনও অবকাশ নেই মরক্কোর উত্থান নিয়ে। বিশ্বের ২২ নম্বর দেশ হিসেবে বিশ্বকাপ খেলতে নেমেছিল তারা। যাত্রাপথে বেলজিয়াম, স্পেনের মতো ফুটবল শক্তিকে উড়িয়ে আফ্রিকার আরবীয় দেশগুলির মধ্যে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে স্থান করে নিয়েছিলেন হাকিম জিয়েচ, আরফান হাকিমিরা। যে লড়াইয়ে ফ্রান্সের কাছে হারতে হয়েছিল তাদের। তৃতীয় স্থান নির্ধারক ম্যাচেও ক্রোয়েশিয়ার কাছে হারে মরক্কো। অবশ্য তাদের এবারের বিশ্বকাপ-যাত্রা স্থান করে নেবে ফুটবল রূপকথায়। আফ্রিকার দেশগুলির মধ্যে মরক্কোর পরে রয়েছে যথাক্রমে সেনেগাল (১৯), তিউনিশিয়া (৩০), ক্যামেরুন (৩৩) ও নাইজেরিয়া (৩৫)।


ব্রাজিল, আর্জেন্তিনার পরে ফ্রান্স, বেলজিয়াম ও ইংল্যান্ড রয়েছে যথাক্রমে ফিফা ক্রমতালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে। ক্রমতালিকায় থাকা বাকি দেশগুলি যথাক্রমে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পোর্তুগাল ও স্পেন। এদিকে এবারের ফিফা ক্রমতালিকায় ১০৬ নম্বরে রয়েছে ভারত।




আরও পড়ুন- আর্জেন্তিনার বিশ্বজয় স্মরণীয় করে রাখতে আগ্রহী ব্রাজিলও, চাওয়া হল মেসির পায়ের ছাপ