দুবাই: নতুন প্রকাশিত আইসিসি ক্রমতালিকা অনুযায়ী বোলারদের ক্রমতালিকায় টি-টোয়েন্টি ফর্ম্যাটে শীর্ষে উঠে এলেন ইংল্য়ান্ডের আদিল রাশিদ। এই প্রথমবারের জন্য ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ইংল্যান্ড এই মুহূর্তে। সেই সিরিজেই ৩ ম্যাচে এখনও পর্যন্ত ৫ উইকেট তুলে নিয়েছেন রাশিদ। এখনও একটি ম্যাচ খেলা বাকি। যার ফলে ক্রমতালিকায় উন্নতি করেছেন ইংল্যান্ডের স্পিনার। কিছুদিন আগেই টি-টোয়েন্টিতে বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছিলেন ভারতের তরুণ স্পিনার রবি বিষ্ণোই। তবে তাঁকেও এবার টেক্কা দিলেন রাশিদ। বিষ্ণোই দ্বিতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে আফগানিস্তানের রশিদ খান রয়েছেন তৃতীয় স্থানে। ইংল্য়ান্ডের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বোলারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন। এর আগে এক দশক আগে গ্রেম সোয়ান একবার শীর্ষস্থান দখল করেছিলেন এই ফর্ম্যাটে। অন্য়দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ভাল পারফরম্যান্সের সুবাদে এগিয়ে এলেন কুলদীপ যাদব। 


ব্যাটারদের তালিকায় সূর্যকুমার যাদবই তাঁর শীর্ষস্থান ধরে রেখেছেন। অন্য়দিকে দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান ও দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম রয়েছেন তৃতীয় স্থানে। 


এদিকে ওয়ান ডে ফর্ম্য়াটে শুভমন গিলকে টেক্কা দিয়ে ফের ব্য়াটারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন বাবর আজম। শীর্ষে ছিলেন শুভমন গিল। তাঁকে টেক্কা দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। বাবরের ঝুলিতে রয়েছে ৮২৪ পয়েন্ট। অন্যদিকে গিলের পয়েন্ট নেমে গিয়েছে। তাঁর ঝুলিতে ৮১০ পয়েন্ট। বিরাট কোহলির ঝুলিতে রয়েছে ৭৬৫ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে গিলকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে সেই সুযোগে বাবর এগিয়ে গেলেন।


সচিনের রেকর্ড ভাঙলেন সৌম্য


 নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলছে বাংলাদেশ। সেখানেই দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ১৬৯ রানের ঝকঝকে ইনিংস। ম্যাচটি কিউয়িরা ৭ উইকেটে জিতে নিলেও রেকর্ড গড়লেন বাঁহাতি এই বাংলাদেশের ব্যাটার। ওপেনে নেমে শতরান হাঁকালেন তিনি। ১৫১ বলের ইনিংসে ২২টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকিয়েছিলেন সৌম্য। এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই সচিনের রেকর্ড ভেঙে নিজের নামে একটি রেকর্ড গড়ে ফেললেন এই ৩০ বছরের ক্রিকেটার। 


উপমহাদেশের ব্য়াটারদের মধ্যে সচিন তেন্ডুলকরের ঝুলিতেই ছিল কিউয়ি ভূমিতে ওয়ান ডে-তে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২০০৯ সালে অপরাজিত ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। এবার সেই ইনিংসটিকে টেক্কা দিলেন সৌম্য। এছাড়াও এদিনের ১৬৯ রানের ইনিংসটি খেলার সঙ্গে সঙ্গে আরও একটি নজির গড়লেন বাঁহাতি ওপেনার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সৌম্যই এখন ব্যক্তিগত সর্বোচ্চ রান করলেন এক ইনিংসে অ্যাওয়ে মাঠে খেলতে নেমে।