ক্রাইস্টচার্চ: আইপিএল (IPL 2024) শুরু হতে আর তিন সপ্তাহ বাকি। তার আগে কেন উইলিয়ামসনের (Kane Williamson) ঘরে এল নতুন অতিথি।


আইপিএলে গুজরাত টাইটান্স (Gujarat Titans) দলে খেলেন নিউজ়িল্যান্ডের তারকা। গত আইপিএলটা অবশ্য ভাল কাটেনি। গুজরাত টাইটান্সের ম্যাচে ফিল্ডিং করার সময় গুরুতর চোট পেয়েছিলেন। তাঁর এসিএল ছিঁড়ে গিয়েছিল। অস্ত্রোপচারও করাতে হয়। গোটা বিশ্বকাপেও খেলা হয়নি। তবে এখন উইলিয়ামসন ফিট। আইপিএল খেলতে শীঘ্রই ভারতে পৌঁছবেন। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবেন।


উইলিয়ামসন সুখবর দিলেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর ঘরে এল কন্যাসন্তান। উইলিয়ামসনের তৃতীয় সন্তান। ইনস্টাগ্রামে নিজেই সেই খবর দিয়েছেন কিউয়ি তারকা। বুধবার ইনস্টাগ্রামে উইলিয়ামসন তাঁর সঙ্গে সদ্যোজাত কন্যা ও স্ত্রীর ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে, সদ্যোজাতকে কোলে নিয়ে রয়েছেন উইলিয়ামসন। পাশে স্ত্রী সারা রাহিম (Sarah Raheem)। ক্যাপশনে উইলিয়ামসন লেখেন, 'এবং তারপর এল তৃতীয়জন। সুন্দরীকে পৃথিবীতে স্বাগত। তোমার নিরাপদ ও উত্তেজক সফরের জন্য আমি কৃতজ্ঞ।'


 






ডেভিড ওয়ার্নার তাঁকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'অনেক অভিনন্দন কিংবদন্তি।' ক্রিকেট মাঠের আরও অনেকেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে তুলেছেন উইলিয়ামসনের সোশ্যাল মিডিয়ার দেওয়াল।                


প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে ওয়েলিংটনে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া বনাম নিউজ়িল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ৮ মার্চ ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। তার আগেই সুখবর দিলেন উইলিয়ামসন।


ভারতীয় তারকা বিরাট কোহলি দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কার পাশে থাকবেন বলে ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। তবে উইলিয়ামসন নিউজ়িল্যান্ড বনাম অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবেন। স্বাভাবিকভাবেই সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলতে অসুবিধা নেই তাঁর। যদিও তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী-র পাশে থাকতে উইলিয়ামসন টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।           


আরও পড়ুন: এই প্রাণায়মে ১০ মিনিটেই দূর হবে সারাদিনের ক্লান্তি, শিখে নিলেন সৌরভও



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে