কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: হস্তশিল্প মেলায় গান গাইলেন জেলাশাসক (East Burdwan DM)। 'আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে',গানের কলি ধরে নিজের প্রতিভাকে প্রচার বিমুখ করে রাখতে চাইলেও মঞ্চে উপস্থিত মন্ত্রী ও সঞ্চালিকার অনুরোধ উপেক্ষা করতে পারলেন না পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধান চন্দ্র রায়।তাঁর সঙ্গে গলা মেলাতে এগিয়ে এলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান।
হস্তশিল্প মেলায় গান গাইলেন জেলাশাসক
সরকারি মঞ্চে জেলাশাসককে এইভাবে গান করতে দেখে কিছুটা অবাকই হয়ে যান সরকারি অন্যান্য আধিকারিক,জনপ্রতিনিধি থেকে উদ্বোধনে আসা নাগরিকরা। তাই গান শেষ হতেই জেলাশাসককে শুভেচ্ছায় ও করতালিতে ভরিয়ে দেন তাঁরা। মঙ্গলবার বর্ধমান শহরের উৎসব ময়দানে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র,ছোট ও মাঝারী উদ্যোগ ও বস্ত্র দপ্তরের সহায়তায় ও পূর্ববর্ধমান জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় 'জেলা হস্তশিল্প,তাঁত ও স্বরোজগার মেলা-২৪'-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ,সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার,সহকারী সভাধিপতি গার্গী নাহা,বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান। উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান চন্দ্র রায় নিজেও।
'গান আমি ভালোবাসি'
প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হওয়ার পর একে একে যখন বক্তারা বক্তব্য রাখছেন তখনই হঠাৎ করে জেলাশাসককে লক্ষ্য করে একটি গান করার আবদার করেন সঞ্চালিকা। সায় দেন মন্ত্রী স্বপন দেবনাথও। তারপরই কিছুটা প্রস্তুতির সময় নিয়ে গান শুরু করেন জেলাশাসক।তার সঙ্গে গলা মেলান চেয়ারম্যান। এ প্রসঙ্গে বিধানবাবু জানান,'গান আমি ভালোবাসি। তাই জেলার অসাধারণ শিল্পের স্রষ্টা প্রত্যেক হস্তশিল্পীদের উৎসর্গ করেই কবিগুরুর গানের মন ছুঁয়ে যাওয়া কয়েকটা কলি গেয়েছি।'
আরও পড়ুন, 'মমতার পুলিশের সেফ কাস্টডিতে রয়েছেন শেখ শাহজাহান', বিস্ফোরক শুভেন্দু
গত বছরের শেষে এমনই দৃশ্য দেখা গিয়েছিল বিষ্ণুপুর শহরে, তাক লাগিয়েছিলেন খাতড়ার মহকুমাশাসক
গত বছরের শেষে এমনই দৃশ্য দেখা গিয়েছিল বিষ্ণুপুর শহরে। মাইক হাতে একের পর এক গানে তাক লাগিয়ে দিয়েছিলেন খাতড়ার মহকুমাশাসক নেহা বন্দ্যোপাধ্য়ায়।বিষ্ণুপুর শহরে তখন চলছিল বিষ্ণুপুর মেলা। আর সেখানেই বলিউডের দুটি সুপারহিট গান আর মহীনের ঘোড়াগুলির 'পৃথিবীটা নাকি ছোটো হতে হতে...'গান গাইতে শোনা যায় ওই মহকুমাশাসক-কে। একান্ত সাক্ষাৎকারে মহকুমাশাসক নেহা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'কলকাতা শহরেই আমার জন্ম ও বেড়ে ওঠা। আর পাঁচজন বাঙালির মতো আমিও ছোটোবেলায় গান শিখেছি। তবে ক্লাস টেনের পর আর ধারাবাহিকভাবে এগোনো হয়নি।'