লন্ডন: খাতায় কলমে হয়তো এখনও এক মাসের সামান্য় কিছু বেশি সময় বাকি। তবে বাইশ গজে বিরাট কোহলি বনাম কেন উইলিয়ামসন দ্বৈরথের দামামা বেজে গেল রবিবারই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হয়ে গেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন কেন উইলিয়ামসনরা।
জো রুটদের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজ ও ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য রবিবার ইংল্যান্ডের উদ্দেশে রওনা হল নিউজিল্যান্ড দল। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করে ব্ল্যাক ক্যাপসদের ইংল্যান্ডের উদ্দেশে পাড়ি দেওয়ার কথা জানানো হয়েছে। অকল্যান্ড বিমানবন্দর থেকে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। বিমানে ওঠার আগে ক্রিকেটারদের ছবি পোস্ট করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, ‘উড়ানের সময়।’ মাঝে সিঙ্গাপুরে একবার অবতরণ করেছিল বিমান। সিঙ্গাপুরে পৌঁছনোর কথাও ট্যুইট করে জানায় উইলিয়ামসনদের বোর্ড। লেখা হয়, ‘সিঙ্গাপুরে স্টপ, পরের স্টপেজ ইংল্যান্ড।'
তবে রবিবার অধিনায়ক কেন উইলিয়ামসন দলের সঙ্গে ইংল্যান্ডের বিমান ধরতে পারেননি। পেসার কাইল জেমিসন ও স্পিনার মিচেল স্যান্টনারের সঙ্গে উইলিয়ামসন এই মুহূর্তে মলদ্বীপে রয়েছেন। আইপিএল স্থগিত হওয়ার পরেই ভারত থেকে তাঁরা মলদ্বীপে গিয়ে পৌঁছন। সেখান থেকেই সরাসরি ইংল্যান্ডের বিমান ধরবেন উইলিয়ামসনরা। আপাতত মলদ্বীপে কোয়ারেন্টিন পর্ব কাটাচ্ছেন উইলিয়ামসনরা।
ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে জুন মাসের শুরুতেই ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজ শেষ হওয়ার পর ১৮-২২ জুন সাউদাম্পটনে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি হবে। সেই ম্যাচ থেকেই নির্ধারিত হয়ে যাবে, বিশ্বে এখন সেরা টেস্ট দল কারা। বিরাট কোহলির ভারত নাকি কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড? দুই অধিনায়কের শ্রেষ্ঠত্বের লড়াইও হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।